Ajker Patrika

পিছিয়ে পড়েও দাপুটে জয়, বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

পিছিয়ে পড়েও দাপুটে জয়, বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ পর জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। লা লিগায় মাদ্রিদ ডার্বিতে ড্রয়ের পর কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে হার—সেই দুঃখ লস ব্লাঙ্কোসরা ঘুচাল এস্পানিওলকে পেয়ে।

আরেকটি হারের সম্মুখে দাঁড়িয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে সান্তিয়াগো বার্নাব্যুর সমর্থকদের নিরাশ হতে হয়নি। নিজেদের মাঠে এস্পানিওলের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছে রিয়াল।

এই জয়ে লা লিগায় ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল গত আসরের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ বেশি খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।

ম্যাচের ৮ মিনিটে জোসেলুর গোলে এগিয়ে যায় এস্পানিওল। তবে এই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধেই ব্যবধান ২-১ করে নেয় রিয়াল। ২২ মিনিটে ব্লাঙ্কোসদের সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। ২৯ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন এদের মিলিতাও। ম্যাচের অতিরিক্ত তৃতীয় মিনিটে এস্পানিওলের জালে শেষ বলটি পাঠান মার্কো আসানসিও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত