আন্তর্জাতিক বিরতির জন্য ক্লাব ফুটবল ১০ দিন বন্ধ থাকলেও বার্সেলোনার পারফরম্যান্সে ছেদ পড়েনি। বিরতির পর গতকাল প্রথম ম্যাচ খেলতে নেমে এলচেকে উড়িয়ে দিয়েছে তারা।
এলচের মাঠেই প্রতিপক্ষকে ৪-০ গোলে হারিয়ে মৌসুমের শেষটাও দুর্দান্ত শুরু করল বার্সা। শিষ্যদের এমন পারফরম্যান্সে খুশি দলের কারিগর। বার্সেলোনা কোচ জাভির মতে, আমরা যে দল হিসেবে খেলেছি তা দেখিয়েছি এবং চ্যাম্পিয়নশিপের কাছাকাছি এসেছি।
গতকাল ম্যাচ শেষে এমনটি জানিয়েছেন জাভি। ৪৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘এটি একটি দুর্দান্ত রাত ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভালো খেলেছি। তারা (শিষ্য) উচ্চপর্যায়ের খেলা উপহার দিয়েছে। আমরা ১৫ পয়েন্টে এগিয়ে থাকায় চ্যাম্পিয়নশিপের এক হাত দূরে। আমার শিরোপার কাছাকাছি এসেছি। দেখিয়েছি যে আমরা একটি দল।’
এলচের বিপক্ষে গতকাল গোল উৎসব শুরু করেন রবার্ট লেভানডোভস্কি। ২০ মিনিটে প্রথম গোলটি করেন এই পোলিশ স্ট্রাইকার। পরে আরও একটি গোল করেছেন তিনি। জোড়া গোলে এই মৌসুমে লা লিগায় ১৭ গোল করেছেন এই নাম্বার নাইন।
লেভার দ্বিতীয় গোলের আগে পরে গোল করেছেন আনসু ফাতি ও ফেরান তোরেস। ১৪ ম্যাচ পর গতকাল ৫৬ মিনিটে প্রথম গোল করলেন ফাতি। সময়ের হিসেবে গত অক্টোবরের পর। আর প্রতিপক্ষের জালে ৭০ মিনিটে শেষ গোলটি করেন তোরেস।
আন্তর্জাতিক বিরতির জন্য ক্লাব ফুটবল ১০ দিন বন্ধ থাকলেও বার্সেলোনার পারফরম্যান্সে ছেদ পড়েনি। বিরতির পর গতকাল প্রথম ম্যাচ খেলতে নেমে এলচেকে উড়িয়ে দিয়েছে তারা।
এলচের মাঠেই প্রতিপক্ষকে ৪-০ গোলে হারিয়ে মৌসুমের শেষটাও দুর্দান্ত শুরু করল বার্সা। শিষ্যদের এমন পারফরম্যান্সে খুশি দলের কারিগর। বার্সেলোনা কোচ জাভির মতে, আমরা যে দল হিসেবে খেলেছি তা দেখিয়েছি এবং চ্যাম্পিয়নশিপের কাছাকাছি এসেছি।
গতকাল ম্যাচ শেষে এমনটি জানিয়েছেন জাভি। ৪৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘এটি একটি দুর্দান্ত রাত ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভালো খেলেছি। তারা (শিষ্য) উচ্চপর্যায়ের খেলা উপহার দিয়েছে। আমরা ১৫ পয়েন্টে এগিয়ে থাকায় চ্যাম্পিয়নশিপের এক হাত দূরে। আমার শিরোপার কাছাকাছি এসেছি। দেখিয়েছি যে আমরা একটি দল।’
এলচের বিপক্ষে গতকাল গোল উৎসব শুরু করেন রবার্ট লেভানডোভস্কি। ২০ মিনিটে প্রথম গোলটি করেন এই পোলিশ স্ট্রাইকার। পরে আরও একটি গোল করেছেন তিনি। জোড়া গোলে এই মৌসুমে লা লিগায় ১৭ গোল করেছেন এই নাম্বার নাইন।
লেভার দ্বিতীয় গোলের আগে পরে গোল করেছেন আনসু ফাতি ও ফেরান তোরেস। ১৪ ম্যাচ পর গতকাল ৫৬ মিনিটে প্রথম গোল করলেন ফাতি। সময়ের হিসেবে গত অক্টোবরের পর। আর প্রতিপক্ষের জালে ৭০ মিনিটে শেষ গোলটি করেন তোরেস।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে