Ajker Patrika

মাদ্রিদের গোল নিয়ে চিন্তিত আনচেলত্তি 

মাদ্রিদের গোল নিয়ে চিন্তিত আনচেলত্তি 

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলকে বিধ্বস্ত করার পর থেকেই রিয়াল মাদ্রিদের ছন্দপতন। জিততেই যেন ভুলে গেছে লস ব্লাঙ্কোসরা। গতকাল লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের গোল করতে না পারা নিয়ে চিন্তিত কোচ কার্লো আনচেলত্তি। 

বেনিতো ভিলামারিন স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয়েছিল রিয়াল বেতিস ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে বেশ দাপট দেখিয়ে খেলেছে রিয়াল। লস ব্লাঙ্কোসরা বলের দখল রেখেছিল ৬৩ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মাদ্রিদ শট করেছিল ৫ টি। তবে কোনোটিই কাজে লাগাতে পারেনি লস ব্লাঙ্কোসরা।

তাছাড়া নিজেদের সর্বশেষ তিন ম্যাচে রিয়াল ড্র করেছে ২ ম্যাচ ও হেরেছে ১ ম্যাচ। এই তিন ম্যাচে গোল করেছে একটি এবং গোল খেয়েছে দুটি। যেখানে গত বৃহস্পতিবার কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে আত্মঘাতী গোল করেছিলেন রিয়াল ডিফেন্ডার এদের মিলিতাও। 

গোল করতে না পারার হতাশা ঝরেছে আনচেলত্তির কণ্ঠে। মাদ্রিদ কোচ বলেন, ‘রাগ হওয়ার চেয়েও আমি ভীষণ হতাশ। এটা অবাক হওয়ার বিষয় যে আমরা গোল পাচ্ছি না। এমন ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও আমরা শেষ তিন ম্যাচে এক গোলের বেশি করতে পারিনি। গোল করতে না পেরে খেলোয়াড়েরাও হতাশ। আক্রমণভাগই আমাদের দুঃশ্চিন্তার জায়গা।’ 

গতকালের ড্রয়ে ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬২। বার্সাও খেলেছে ২৪ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত