Ajker Patrika

বেতিসকে বিধ্বস্ত করার রাতে বার্সেলোনার হয়ে ইতিহাস ইয়ামালের

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১১: ০২
বেতিসকে বিধ্বস্ত করার রাতে বার্সেলোনার হয়ে ইতিহাস ইয়ামালের

ক্যাম্প ন্যুয়ে তখন ম্যাচের ৮৩ মিনিট চলছিল। এই সময়ের মধ্যে ১০ জনের রিয়াল বেতিসের বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে বার্সেলোনা। ঠিক এ সময়ই গাভিকে বদলি করে একজন ফুটবলার নামালেন জাভি হার্নান্দেজ। যাঁকে নামানো হলো, তাঁর চোখে মুখে কৈশোরের ছাপ এখন লেগে আছে। 

কৈশোর না পেরোনো সেই কিশোর হচ্ছেন লামিনে ইয়ামাল। বদলি নেমেই বার্সেলোনার হয়ে ইতিহাস গড়েছেন এই ফরোয়ার্ড। ১৫ বছর ২৯০ দিন বয়সে খেলতে নেমে কাতালান ক্লাবের সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি। আগের রেকর্ডটি ছিল আরমান্দো মার্তিনেজ সাগির। ১৯২২ সালের ২ এপ্রিল মাত্র ১৫ বছর ৩৩৯ দিন বয়সে রিয়াল গিজনের বিপক্ষে মাঠে নেমে রেকর্ডটি গড়েছিলেন তিনি। 

ইয়ামালের রাতে লজ্জার রেকর্ড গড়েছেন বেতিসের এদগার গনঞ্জালেস। আন্তনিও হিদালগো ও লিওনেল স্কালোনির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে লা লিগায় বদলি নেমে দুই হলুদে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ৩৩ মিনিটে তাঁর কপাল পোড়ার সঙ্গে সঙ্গে দলেরও কপাল পুড়েছে। এই ডিফেন্ডার মাঠে থাকা অবস্থায় বেতিস ১ গোল হজম করলেও ম্যাচ শেষে তারা বার্সার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে। 

১৪ মিনিটে আন্দ্রেস ক্রিস্টিয়ানসনের গোলের পর ৩ মিনিটে ২ গোল করেন রবার্ট লেভানডভস্কি ও রাফিনিয়া। ৩৬ মিনিটে পোলিশ স্ট্রাইকারের পর ৩৯ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রাফিনিয়া। আর নিজেদের জালে গোল দিয়ে শেষটা করেন বেতিসের মিডফিল্ডার গুইদো রদ্রিগেজ। 

এই জয়ে শিরোপার আরও কাছে চলে এসেছে বার্সা। ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। অন্যদিকে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১১। সমান ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৬৮।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত