ইউরোপীয় ফুটবলে নূতনের কেতন উড়ে
মৌসুম প্রায় শেষ হতে চলল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এখন পর্যন্ত শিরোপা নিষ্পত্তি হয়েছে শুধু বুন্দেসলিগায়। এপ্রিলেই বায়ার্ন মিউনিখের ১১ বছরের সিংহাসন কেড়ে নিয়ে প্রথমবার জার্মান ফুটবলের শীর্ষ শিরোপা জিতেছে অজেয় বেয়ার লেভারকুজেন। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়াও লা লিগা, সিরি আ ও লিগ আঁ’য় শিরোপা একরকম নিশ