Ajker Patrika

সুয়ারেসের ঐতিহাসিক হ্যাটট্রিক 

সুয়ারেসের ঐতিহাসিক হ্যাটট্রিক 

স্প্যানিশ ক্রীড়া মাধ্যম বিসকারের শিরোনামটা অনুবাদ করলে দাঁড়ায় এমন—‘৫ মিনিটে লুইস সুয়ারেসের ঐতিহাসিক হ্যাটট্রিক।’ শিরোনামে ৫ মিনিট লেখা হলেও আদতে সময় লাগল কিন্তু ৫ মিনিট ২৫ সেকেন্ড। ম্যাচের ৪০ মিনিট ০৮ সেকেন্ড থেকে ৪৫ মিনিট ৩৩ সেকেন্ড—এই সময়ের মধ্যেই করলেন তিন গোল। 

সেটিও সাবেক ক্লাব গ্রানাদা বিপক্ষে। কলম্বিয়ান ফরোয়ার্ড সুয়ারেসের এমন দুর্দান্ত নৈপুণ্যেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আলমেরিয়া। ঘরের মাঠে লা লিগার ম্যাচটি তারা ড্র করেছে ৩-৩ গোলে। বিরতির পর তিনটি গোলই শোধ দেয় তারা। ৮৬ মিনিটে গ্রানাদার তৃতীয় গোলটি করে এমন রোমাঞ্চকর ম্যাচটিতে কাউকে পয়েন্ট হারাতে দেননি মির্তো উজুনি। 

তার আগে আন্দালুসিয়ান ডার্বিতে প্রথমার্ধে সুয়ারেস ও লার্গি রামাজানি জুটিতে বড় জয়ের স্বপ্ন দেখছিল আলমেরিয়া। এ মৌসুমে মার্শেই থেকে স্পেনে আসা ২৫ বছর বয়সী সুয়ারেস তিনটি গোলই করেছেন রামাজানির অ্যাসিস্ট থেকে। 

সুয়ারেসের পেশাদারি ক্যারিয়ারে এটি প্রথম হ্যাটট্রিক। তবে লা লিগায় সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিকের রেকর্ডটি সামান্যর জন্য ভাঙতে পারেননি তিনি। ২০১৭ সালে ৪ মিনিট ৪৫ সেকেন্ড নিয়ে এই কীর্তিটি গড়েন আতলাতিকো মাদ্রিদের সাবেক স্ট্রাইকার কেভিন গ্যামারিও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত