স্প্যানিশ ক্রীড়া মাধ্যম বিসকারের শিরোনামটা অনুবাদ করলে দাঁড়ায় এমন—‘৫ মিনিটে লুইস সুয়ারেসের ঐতিহাসিক হ্যাটট্রিক।’ শিরোনামে ৫ মিনিট লেখা হলেও আদতে সময় লাগল কিন্তু ৫ মিনিট ২৫ সেকেন্ড। ম্যাচের ৪০ মিনিট ০৮ সেকেন্ড থেকে ৪৫ মিনিট ৩৩ সেকেন্ড—এই সময়ের মধ্যেই করলেন তিন গোল।
সেটিও সাবেক ক্লাব গ্রানাদা বিপক্ষে। কলম্বিয়ান ফরোয়ার্ড সুয়ারেসের এমন দুর্দান্ত নৈপুণ্যেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আলমেরিয়া। ঘরের মাঠে লা লিগার ম্যাচটি তারা ড্র করেছে ৩-৩ গোলে। বিরতির পর তিনটি গোলই শোধ দেয় তারা। ৮৬ মিনিটে গ্রানাদার তৃতীয় গোলটি করে এমন রোমাঞ্চকর ম্যাচটিতে কাউকে পয়েন্ট হারাতে দেননি মির্তো উজুনি।
তার আগে আন্দালুসিয়ান ডার্বিতে প্রথমার্ধে সুয়ারেস ও লার্গি রামাজানি জুটিতে বড় জয়ের স্বপ্ন দেখছিল আলমেরিয়া। এ মৌসুমে মার্শেই থেকে স্পেনে আসা ২৫ বছর বয়সী সুয়ারেস তিনটি গোলই করেছেন রামাজানির অ্যাসিস্ট থেকে।
সুয়ারেসের পেশাদারি ক্যারিয়ারে এটি প্রথম হ্যাটট্রিক। তবে লা লিগায় সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিকের রেকর্ডটি সামান্যর জন্য ভাঙতে পারেননি তিনি। ২০১৭ সালে ৪ মিনিট ৪৫ সেকেন্ড নিয়ে এই কীর্তিটি গড়েন আতলাতিকো মাদ্রিদের সাবেক স্ট্রাইকার কেভিন গ্যামারিও।
স্প্যানিশ ক্রীড়া মাধ্যম বিসকারের শিরোনামটা অনুবাদ করলে দাঁড়ায় এমন—‘৫ মিনিটে লুইস সুয়ারেসের ঐতিহাসিক হ্যাটট্রিক।’ শিরোনামে ৫ মিনিট লেখা হলেও আদতে সময় লাগল কিন্তু ৫ মিনিট ২৫ সেকেন্ড। ম্যাচের ৪০ মিনিট ০৮ সেকেন্ড থেকে ৪৫ মিনিট ৩৩ সেকেন্ড—এই সময়ের মধ্যেই করলেন তিন গোল।
সেটিও সাবেক ক্লাব গ্রানাদা বিপক্ষে। কলম্বিয়ান ফরোয়ার্ড সুয়ারেসের এমন দুর্দান্ত নৈপুণ্যেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আলমেরিয়া। ঘরের মাঠে লা লিগার ম্যাচটি তারা ড্র করেছে ৩-৩ গোলে। বিরতির পর তিনটি গোলই শোধ দেয় তারা। ৮৬ মিনিটে গ্রানাদার তৃতীয় গোলটি করে এমন রোমাঞ্চকর ম্যাচটিতে কাউকে পয়েন্ট হারাতে দেননি মির্তো উজুনি।
তার আগে আন্দালুসিয়ান ডার্বিতে প্রথমার্ধে সুয়ারেস ও লার্গি রামাজানি জুটিতে বড় জয়ের স্বপ্ন দেখছিল আলমেরিয়া। এ মৌসুমে মার্শেই থেকে স্পেনে আসা ২৫ বছর বয়সী সুয়ারেস তিনটি গোলই করেছেন রামাজানির অ্যাসিস্ট থেকে।
সুয়ারেসের পেশাদারি ক্যারিয়ারে এটি প্রথম হ্যাটট্রিক। তবে লা লিগায় সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিকের রেকর্ডটি সামান্যর জন্য ভাঙতে পারেননি তিনি। ২০১৭ সালে ৪ মিনিট ৪৫ সেকেন্ড নিয়ে এই কীর্তিটি গড়েন আতলাতিকো মাদ্রিদের সাবেক স্ট্রাইকার কেভিন গ্যামারিও।
টি-টোয়েন্টি তো দূরে থাক। আন্তর্জাতিক ক্রিকেটেই এ বছরে বাংলাদেশের শুরুটা হয়েছিল বেশ বাজে। জিততেই যেন ভুলে গিয়েছিল দলটি। মাত্র এক মাসের মধ্যেই বদলে গেল দলটি। যে টি-টোয়েন্টিতেই বাংলাদেশ অনেক পিছিয়ে, সেই সংস্করণে এখন নিয়মিত ম্যাচ জিতছে তারা।
৩৪ মিনিট আগেবাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৯ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
১২ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
১৩ ঘণ্টা আগে