ফর্ম খারাপ হলে তারকা খেলোয়াড়দের ওপর ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি সাধারণ ব্যাপার। তবে ভিনিসিয়ুস জুনিয়রের জন্য ব্যাপারটা যেন একটু ভিন্ন। রিয়াল মাদ্রিদে এসে তিনি যে বর্ণবাদী আক্রমণের শিকার হবেন, সেটা অলিখিত এক নিয়মে পরিণত হয়েছে। বিশেষ করে ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়াম যেন তাঁর কাছে ‘অপয়া’।
ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে গতকাল ভ্যালেন্সিয়া-লা লিগার ম্যাচটি এমনিতেই ছিল ঘটনাবহুল। এক সময় ২-২ সমতায় ছিল ম্যাচটি। অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ের গোল বাতিল হওয়ায় জুড বেলিংহাম তর্ক জুড়ে দেন রেফারির সঙ্গে। এরপরই লাল কার্ড দেখেন বেলিংহাম। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। রিয়ালের দুটি গোলই করেন ভিনি। যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এই ভিনিই ম্যাচ শেষে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। লা লিগা এটা নিয়ে তদন্ত করছে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ভিনিকে অপ্রাপ্তবয়স্ক এক দর্শক বানর বলে ডেকেছে। ইএসপিএন ব্রাজিল ভিডিওটি পোস্ট করে এবং এটি রেকর্ড করেন এক নারী। ম্যাচে পুলিশ ডাকা হয়েছে বলে জানানো হয়েছে।
মেস্তায়ায় সর্বশেষ ২০২৩ এর মে মাসে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলেন ভিনিসিয়ুস। ১০ মাস আগে সেই ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন তিনি। ম্যাচ শেষে তখন ব্রাজিলিয়ান তারকার টুইট, ‘যে টুর্নামেন্ট একসময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো, মেসিদের ছিল, এখন তা বর্ণবাদীদের। লা লিগায় বর্ণবাদী আচরণ খুবই স্বাভাবিক বিষয়। এমন ঘটনা প্রথমবার বা দ্বিতীয়বার বা তৃতীয়বারের মতো ঘটেনি। ফেডারেশনও তাই মনে করে। প্রতিপক্ষ দলও উৎসাহ পায়।’ বর্ণবাদের ঘটনায় তখন লা লিগা ও ভিনি একে অপরকে পাল্টা জবাব দিতে থাকেন। এমনকি সেই ঘটনার (বর্ণবাদী আক্রমণ) প্রমাণ সামাজিকমাধ্যমে কয়েকদিন পরই দেন ভিনি।
আরও পড়ুন:
ফর্ম খারাপ হলে তারকা খেলোয়াড়দের ওপর ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি সাধারণ ব্যাপার। তবে ভিনিসিয়ুস জুনিয়রের জন্য ব্যাপারটা যেন একটু ভিন্ন। রিয়াল মাদ্রিদে এসে তিনি যে বর্ণবাদী আক্রমণের শিকার হবেন, সেটা অলিখিত এক নিয়মে পরিণত হয়েছে। বিশেষ করে ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়াম যেন তাঁর কাছে ‘অপয়া’।
ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে গতকাল ভ্যালেন্সিয়া-লা লিগার ম্যাচটি এমনিতেই ছিল ঘটনাবহুল। এক সময় ২-২ সমতায় ছিল ম্যাচটি। অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ের গোল বাতিল হওয়ায় জুড বেলিংহাম তর্ক জুড়ে দেন রেফারির সঙ্গে। এরপরই লাল কার্ড দেখেন বেলিংহাম। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। রিয়ালের দুটি গোলই করেন ভিনি। যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এই ভিনিই ম্যাচ শেষে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। লা লিগা এটা নিয়ে তদন্ত করছে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ভিনিকে অপ্রাপ্তবয়স্ক এক দর্শক বানর বলে ডেকেছে। ইএসপিএন ব্রাজিল ভিডিওটি পোস্ট করে এবং এটি রেকর্ড করেন এক নারী। ম্যাচে পুলিশ ডাকা হয়েছে বলে জানানো হয়েছে।
মেস্তায়ায় সর্বশেষ ২০২৩ এর মে মাসে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলেন ভিনিসিয়ুস। ১০ মাস আগে সেই ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন তিনি। ম্যাচ শেষে তখন ব্রাজিলিয়ান তারকার টুইট, ‘যে টুর্নামেন্ট একসময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো, মেসিদের ছিল, এখন তা বর্ণবাদীদের। লা লিগায় বর্ণবাদী আচরণ খুবই স্বাভাবিক বিষয়। এমন ঘটনা প্রথমবার বা দ্বিতীয়বার বা তৃতীয়বারের মতো ঘটেনি। ফেডারেশনও তাই মনে করে। প্রতিপক্ষ দলও উৎসাহ পায়।’ বর্ণবাদের ঘটনায় তখন লা লিগা ও ভিনি একে অপরকে পাল্টা জবাব দিতে থাকেন। এমনকি সেই ঘটনার (বর্ণবাদী আক্রমণ) প্রমাণ সামাজিকমাধ্যমে কয়েকদিন পরই দেন ভিনি।
আরও পড়ুন:
ডিপ মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারী ক্যাচটা ধরতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শোনা যায় গর্জন। মিরপুরে দর্শকদের এই উচ্ছ্বাস যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উচ্ছ্বাস। সেই সিরিজ জয়টাও এল এক ম্যাচ হাতে রেখেই। তবে জাকের আলী অনিক এখানেই থামতে চান না।
৩ মিনিট আগেটি-টোয়েন্টি তো দূরে থাক। আন্তর্জাতিক ক্রিকেটেই এ বছরে বাংলাদেশের শুরুটা হয়েছিল বেশ বাজে। জিততেই যেন ভুলে গিয়েছিল দলটি। মাত্র এক মাসের মধ্যেই বদলে গেল দলটি। যে টি-টোয়েন্টিতেই বাংলাদেশ অনেক পিছিয়ে, সেই সংস্করণে এখন নিয়মিত ম্যাচ জিতছে তারা।
৩৮ মিনিট আগেবাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৯ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
১২ ঘণ্টা আগে