মাইলফলকের ম্যাচ নিজের মতো করে রাঙানোর ইচ্ছা যে সব খেলোয়াড়েরই। কেউ হয়তো পারেন, আবার কেউ হয়তো পারেন না। ফেরান তোরেসের সৌভাগ্য যে তিনি মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখতে পেরেছেন। তোরেসের দুর্দান্ত এক হ্যাটট্রিকে বার্সা পেল দারুণ এক জয়।
বেনিতো ভিল্লামারিনে লা লিগায় গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল রিয়াল বেতিস। ম্যাচটি ছিল বার্সেলোনায় তোরেসের শততম ম্যাচ। এই ম্যাচটি তিনি রাঙিয়েছেন নিজের মতো করে। বার্সেলোনা ৪-২ গোলে হারিয়েছে রিয়াল বেতিসকে। বার্সার প্রতিটি গোলেই তোরেসের অবদান রয়েছে। ২১ মিনিটে দলের প্রথম গোল করেন তিনি। তাঁকে (তোরেস) অ্যাসিস্ট করেন পেদ্রি। প্রথমার্ধ বার্সা ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ৪৮ মিনিটে গোল করেন তোরেস। ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে আরও দুই গোল করে বার্সা। যার মধ্যে ৯০ মিনিটে তোরেসের অ্যাসিস্টে গোল করেন হোয়াও ফেলিক্স। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিকের দেখা পান তোরেস। স্প্যানিশ ফরোয়ার্ডকে গোল করতে সহায়তা করেছেন ল্যামিন ইয়ামাল। ম্যাচ শেষে তোরেস বলেন, ‘হ্যাটট্রিকটা আমি উপভোগ করতে চাই। আমি আজ (গতকাল) বার্সেলোনার হয়ে ১০০ ম্যাচ খেলেছি। তাই এর চেয়ে বেশি কিছু চাওয়া সম্ভব না।’
৪-২ গোলে ম্যাচ বার্সেলোনা জিতলেও তা এত সহজে আসেনি। ৪৮ মিনিটে তোরেসের গোলে বার্সা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ায় বেতিস। ৫৬ ও ৫৯ মিনিটে জোড়া গোল করেন বেতিস মিডফিল্ডার ইসকো। ২-২ গোলে সমতা ছিল ৯০ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষ বেতিসকেও কৃতিত্ব দিয়েছেন তোরেস, ‘এটা বেনিতো ভিল্লামারিনের বেতিস। আমি জানতাম তারা সুযোগের অপেক্ষায় ছিল। দুই গোল করে তারা ঘুরে দাঁড়িয়েছে। তবে আমরা দেখিয়েছি কীভাবে তিন পয়েন্ট নিতে হয়।’
মাইলফলকের ম্যাচ নিজের মতো করে রাঙানোর ইচ্ছা যে সব খেলোয়াড়েরই। কেউ হয়তো পারেন, আবার কেউ হয়তো পারেন না। ফেরান তোরেসের সৌভাগ্য যে তিনি মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখতে পেরেছেন। তোরেসের দুর্দান্ত এক হ্যাটট্রিকে বার্সা পেল দারুণ এক জয়।
বেনিতো ভিল্লামারিনে লা লিগায় গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল রিয়াল বেতিস। ম্যাচটি ছিল বার্সেলোনায় তোরেসের শততম ম্যাচ। এই ম্যাচটি তিনি রাঙিয়েছেন নিজের মতো করে। বার্সেলোনা ৪-২ গোলে হারিয়েছে রিয়াল বেতিসকে। বার্সার প্রতিটি গোলেই তোরেসের অবদান রয়েছে। ২১ মিনিটে দলের প্রথম গোল করেন তিনি। তাঁকে (তোরেস) অ্যাসিস্ট করেন পেদ্রি। প্রথমার্ধ বার্সা ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ৪৮ মিনিটে গোল করেন তোরেস। ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে আরও দুই গোল করে বার্সা। যার মধ্যে ৯০ মিনিটে তোরেসের অ্যাসিস্টে গোল করেন হোয়াও ফেলিক্স। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিকের দেখা পান তোরেস। স্প্যানিশ ফরোয়ার্ডকে গোল করতে সহায়তা করেছেন ল্যামিন ইয়ামাল। ম্যাচ শেষে তোরেস বলেন, ‘হ্যাটট্রিকটা আমি উপভোগ করতে চাই। আমি আজ (গতকাল) বার্সেলোনার হয়ে ১০০ ম্যাচ খেলেছি। তাই এর চেয়ে বেশি কিছু চাওয়া সম্ভব না।’
৪-২ গোলে ম্যাচ বার্সেলোনা জিতলেও তা এত সহজে আসেনি। ৪৮ মিনিটে তোরেসের গোলে বার্সা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ায় বেতিস। ৫৬ ও ৫৯ মিনিটে জোড়া গোল করেন বেতিস মিডফিল্ডার ইসকো। ২-২ গোলে সমতা ছিল ৯০ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষ বেতিসকেও কৃতিত্ব দিয়েছেন তোরেস, ‘এটা বেনিতো ভিল্লামারিনের বেতিস। আমি জানতাম তারা সুযোগের অপেক্ষায় ছিল। দুই গোল করে তারা ঘুরে দাঁড়িয়েছে। তবে আমরা দেখিয়েছি কীভাবে তিন পয়েন্ট নিতে হয়।’
ডিপ মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারী ক্যাচটা ধরতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শোনা যায় গর্জন। মিরপুরে দর্শকদের এই উচ্ছ্বাস যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উচ্ছ্বাস। সেই সিরিজ জয়টাও এল এক ম্যাচ হাতে রেখেই। তবে জাকের আলী অনিক এখানেই থামতে চান না।
৩ মিনিট আগেটি-টোয়েন্টি তো দূরে থাক। আন্তর্জাতিক ক্রিকেটেই এ বছরে বাংলাদেশের শুরুটা হয়েছিল বেশ বাজে। জিততেই যেন ভুলে গিয়েছিল দলটি। মাত্র এক মাসের মধ্যেই বদলে গেল দলটি। যে টি-টোয়েন্টিতেই বাংলাদেশ অনেক পিছিয়ে, সেই সংস্করণে এখন নিয়মিত ম্যাচ জিতছে তারা।
৩৮ মিনিট আগেবাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৯ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
১২ ঘণ্টা আগে