জিরোনা ও বার্সার সর্বশেষ ২০২২-২৩ মৌসুমে লা লিগায় পারফরম্যান্সে ছিল বিস্তর পার্থক্য। বার্সেলোনা জিতেছিল শিরোপা। অন্যদিকে জিরোনা সেরা চারেও জায়গা করে নিতে পারেনি। এবার ২০২৩-২৪ মৌসুমে এসে বার্সাকে হেসেখেলে হারিয়ে চমকে দিয়েছে জিরোনা।
লা লিগায় এর আগে কখনো বার্সাকে হারাতে পারেনি জিরোনা। মুখোমুখি ৬ দেখায় ৪ ম্যাচ জিতেছিল বার্সা, দুটি হয়েছিল ড্র। লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে গত রাতে লা লিগায় বার্সা-জিরোনা লড়াই করেছে সমানে সমানে। ৫৪ শতাংশ বল দখলে রেখেছিল বার্সেলোনা ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা করেছিল ১১ শট। অন্যদিকে ৪৬ শতাংশ বল দখলে রেখে জিরোনা ৭ শট করেছে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। ম্যাচের ১২ মিনিটে আর্তেম ডোভবিকের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল জিরোনা। এরপর ১৯ মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে সমতায় ফেরে বার্সা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪০ মিনিটে মিগুয়েল গুতিয়ারেজের গোলে ব্যবধান ২-১ করে নেয় জিরোনা।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা জিরোনার পরের গোলের জন্য দ্বিতীয়ার্ধে অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ৮০ মিনিটে জিরোনার তৃতীয় গোল করেন ভ্যালেরি ফার্নান্দেজ। অতিরিক্ত সময়ের ২ মিনিটে ইকে গুন্দোয়ানের গোলে ব্যবধান কমায় বার্সা। আর ক্রিস্টিয়ান স্টুয়ানির করা অতিরিক্ত সময়ের ৪ মিনিটে গোলে জিরোনা এগিয়ে যায় ৪-২ গোলে। ৪-২ গোলের জয়ে প্রথমবারের মতো লা লিগায় জিরোনা হারিয়েছে বার্সাকে। দুর্দান্ত জয়ে জিরোনা কোচ মাইকেল সানচেজ বলেন, ‘এই জয়টা বিশেষ। এটা আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে। ম্যাচের এমন ফলে আমরা খুবই খুশি। কারণ আমরা শক্তিশালী বার্সার বিপক্ষে খেলেছি। আমরা ইতিহাস গড়েছি। ম্যাচটা মনে রাখার মতো। এটা দারুণ ম্যাচ হয়েছে। দুটো দলের ভেতরেই জয়ের তাড়না লক্ষ করা গেছে।’
ম্যাচ হারায় স্বাভাবিকভাবেই হতাশ বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তবু তিনি বিপক্ষ দল জিরোনার প্রশংসা করেছেন, ‘জয় জিরোনার প্রাপ্য। ম্যাচটা সমানতালে চলছিল। এটার ফল অন্য রকম হতেও পারত। আমরা জিতলে ম্যাচের ফলটা সঠিক হতো।’ ৪-২ গোলে জয়ে ৪১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে এখন জিরোনা। ১৬ ম্যাচে জিরোনা জিতেছে ১৩ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে বার্সেলোনা।
জিরোনা ও বার্সার সর্বশেষ ২০২২-২৩ মৌসুমে লা লিগায় পারফরম্যান্সে ছিল বিস্তর পার্থক্য। বার্সেলোনা জিতেছিল শিরোপা। অন্যদিকে জিরোনা সেরা চারেও জায়গা করে নিতে পারেনি। এবার ২০২৩-২৪ মৌসুমে এসে বার্সাকে হেসেখেলে হারিয়ে চমকে দিয়েছে জিরোনা।
লা লিগায় এর আগে কখনো বার্সাকে হারাতে পারেনি জিরোনা। মুখোমুখি ৬ দেখায় ৪ ম্যাচ জিতেছিল বার্সা, দুটি হয়েছিল ড্র। লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে গত রাতে লা লিগায় বার্সা-জিরোনা লড়াই করেছে সমানে সমানে। ৫৪ শতাংশ বল দখলে রেখেছিল বার্সেলোনা ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা করেছিল ১১ শট। অন্যদিকে ৪৬ শতাংশ বল দখলে রেখে জিরোনা ৭ শট করেছে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। ম্যাচের ১২ মিনিটে আর্তেম ডোভবিকের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল জিরোনা। এরপর ১৯ মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে সমতায় ফেরে বার্সা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪০ মিনিটে মিগুয়েল গুতিয়ারেজের গোলে ব্যবধান ২-১ করে নেয় জিরোনা।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা জিরোনার পরের গোলের জন্য দ্বিতীয়ার্ধে অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ৮০ মিনিটে জিরোনার তৃতীয় গোল করেন ভ্যালেরি ফার্নান্দেজ। অতিরিক্ত সময়ের ২ মিনিটে ইকে গুন্দোয়ানের গোলে ব্যবধান কমায় বার্সা। আর ক্রিস্টিয়ান স্টুয়ানির করা অতিরিক্ত সময়ের ৪ মিনিটে গোলে জিরোনা এগিয়ে যায় ৪-২ গোলে। ৪-২ গোলের জয়ে প্রথমবারের মতো লা লিগায় জিরোনা হারিয়েছে বার্সাকে। দুর্দান্ত জয়ে জিরোনা কোচ মাইকেল সানচেজ বলেন, ‘এই জয়টা বিশেষ। এটা আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে। ম্যাচের এমন ফলে আমরা খুবই খুশি। কারণ আমরা শক্তিশালী বার্সার বিপক্ষে খেলেছি। আমরা ইতিহাস গড়েছি। ম্যাচটা মনে রাখার মতো। এটা দারুণ ম্যাচ হয়েছে। দুটো দলের ভেতরেই জয়ের তাড়না লক্ষ করা গেছে।’
ম্যাচ হারায় স্বাভাবিকভাবেই হতাশ বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তবু তিনি বিপক্ষ দল জিরোনার প্রশংসা করেছেন, ‘জয় জিরোনার প্রাপ্য। ম্যাচটা সমানতালে চলছিল। এটার ফল অন্য রকম হতেও পারত। আমরা জিতলে ম্যাচের ফলটা সঠিক হতো।’ ৪-২ গোলে জয়ে ৪১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে এখন জিরোনা। ১৬ ম্যাচে জিরোনা জিতেছে ১৩ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে বার্সেলোনা।
ডিপ মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারী ক্যাচটা ধরতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শোনা যায় গর্জন। মিরপুরে দর্শকদের এই উচ্ছ্বাস যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উচ্ছ্বাস। সেই সিরিজ জয়টাও এল এক ম্যাচ হাতে রেখেই। তবে জাকের আলী অনিক এখানেই থামতে চান না।
৩ মিনিট আগেটি-টোয়েন্টি তো দূরে থাক। আন্তর্জাতিক ক্রিকেটেই এ বছরে বাংলাদেশের শুরুটা হয়েছিল বেশ বাজে। জিততেই যেন ভুলে গিয়েছিল দলটি। মাত্র এক মাসের মধ্যেই বদলে গেল দলটি। যে টি-টোয়েন্টিতেই বাংলাদেশ অনেক পিছিয়ে, সেই সংস্করণে এখন নিয়মিত ম্যাচ জিতছে তারা।
৩৮ মিনিট আগেবাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৯ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
১২ ঘণ্টা আগে