Ajker Patrika

প্রথম মাদ্রিদ ডার্বির লড়াইটা আনচেলত্তি–সিমিওনেরও

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

একই নগরের ক্লাব—প্রতিবেশী হলেও সম্পর্ক মোটেও ভালো নয়। এমনটা তো প্রতি দেশের লিগেই। মাদ্রিদেও সেটির ব্যতিক্রম নয়। রিয়াল মাদ্রিদের নামটা পর্যন্ত না শুনতে পারলেই যেন বাঁচেন আতলেতিকো মাদ্রিদের সমর্থকেরা। সেই প্রতিদ্বন্দ্বীদেরই আজ রাতে নিজেদের মাঠ মেত্রেপোলিতানোতে আতিথেয়তা দিতে হবে তাদের। 

মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বির আগে দুর্দান্ত ছন্দে আছে রিয়াল। লা লিগায় পাঁচ ম্যাচের পাঁচটিতে জয়, চ্যাম্পিয়নস লিগও শুরু করেছে জয় দিয়ে। ঠিক বিপরীতে আতলেতিকো। লিগে চার ম্যাচ খেলে মাত্র দুটিতে জয়, চ্যাম্পিয়নস লিগের শুরুতেও খেয়েছে হোঁচট। 
রিয়ালকে পথ দেখাচ্ছেন সান্তিয়াগো বার্নাব্যুর নতুন তারকা জুড বেলিংহাম। ছন্দে থাকলেও ‘স্পেশাল টেনশনে’ আছেন কার্লো আনচেলত্তি। তবে দল কেমন পরিস্থিতিতে আছে সেটি ডার্বিতে পরখ করতে চান রিয়াল কোচ, ‘আমি মনে করি, আপনি ভালো না খারাপ মুহূর্তে আছেন, সেটি পরীক্ষা করার ভালো সুযোগ হচ্ছে ডার্বি। ডার্বি সব সময় স্পেশাল ম্যাচ। তবে স্পেশাল টেনশনেও আছি।’ 

লা লিগায় আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে বিধ্বস্ত হয়েছে আতলেতিকো। সেই ক্ষত নিয়ে খেলতে নামছে ডার্বি। ম্যাচটিতে রেফারি হিসেবে থাকবেন হাভিয়ের রোহাস। তাঁর ক্যারিয়ারেরও প্রথম মাদ্রিদ ডার্বি এটি। এমন হাইভোল্টেজ ম্যাচে নতুন রেফারি থাকায় চিন্তিত নন আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে, ‘আমরা ম্যাচটি নিয়ে চিন্তিত, রেফারি নিয়ে নয়। তিনি চমৎকার রেফারি, আমার মনে হয় এটা তাঁর প্রথম ডার্বিও। এটা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ, আমরা সর্বোচ্চভাবে প্রস্তুত।’ 

লড়াইটা স্পেনের দুই নগর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আনচেলত্তি-সিমিওনেরও। এই দুই কোচ ২০ বার মুখোমুখি হয়েছেন। ৮ ম্যাচ জিতেছেন আনচেলত্তি, ৭ ম্যাচ সিমিওনে। ৫ ম্যাচ ড্র। আজ জিতলে আনচেলত্তিকে ছুঁয়ে ফেলবেন সিমিওনে। তাঁর দলের ফর্মে ফেরার জন্য ডার্বি জয়ের আত্মবিশ্বাসও যে দরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত