বছরের শেষ আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই হারতে বসেছিল বার্সেলোনা। ৪৩ মিনিট পর্যন্ত গোল শোধ করতেই লড়তে হলো তাদের। অবশেষে শেষ মুহূর্তের গোলে পেল স্বস্তির ড্র, সেটিও আত্মঘাতী গোলে।
নিজেদের মাঠে রায়ো ভায়েকানো দুই গোল করল বটে, কিন্তু মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে। ৩৯ মিনিটে ডান পায়ে অনেকটা ভলির মতো বুলেট গতির নিচু শটে ভায়েকানোকে এগিয়ে দেন মিডফিল্ডার উনাই লোপেজ। সেই ব্যবধান ধরে রেখে তাদের বিরতিতে যাওয়া।
ফেরার পরও বার্সাকে আটকে রেখেছিল অনেকক্ষণ। কিন্তু ৮২ মিনিটে ব্রেকথ্রু পায় জাভির শিষ্যরা। আলেহান্দ্রো বালদের বাম দিক থেকে ৬ গজ থেকে বাড়ানো বলে নিচু হয়ে হেড দিতে চেষ্টা করেন রবার্ট লেভানডভস্কি। তাঁকে থামাতে চেয়েছিলেন ফ্লোরিয়ান লেজুয়েনে। কিন্তু ভায়েকানো ডিফেন্ডারের বাড়ানো পায়ে লেগে বল চলে যায় জালে। সমতায় ফেরে বার্সা। বাকি সময় আর গোলের দেখা পায়নি কেউ।
এ নিয়ে লা লিগায় টানা চার জয়ের পর ড্র করল বার্সা। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমে তিনেই থাকল বার্সেলোনা।
বছরের শেষ আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই হারতে বসেছিল বার্সেলোনা। ৪৩ মিনিট পর্যন্ত গোল শোধ করতেই লড়তে হলো তাদের। অবশেষে শেষ মুহূর্তের গোলে পেল স্বস্তির ড্র, সেটিও আত্মঘাতী গোলে।
নিজেদের মাঠে রায়ো ভায়েকানো দুই গোল করল বটে, কিন্তু মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে। ৩৯ মিনিটে ডান পায়ে অনেকটা ভলির মতো বুলেট গতির নিচু শটে ভায়েকানোকে এগিয়ে দেন মিডফিল্ডার উনাই লোপেজ। সেই ব্যবধান ধরে রেখে তাদের বিরতিতে যাওয়া।
ফেরার পরও বার্সাকে আটকে রেখেছিল অনেকক্ষণ। কিন্তু ৮২ মিনিটে ব্রেকথ্রু পায় জাভির শিষ্যরা। আলেহান্দ্রো বালদের বাম দিক থেকে ৬ গজ থেকে বাড়ানো বলে নিচু হয়ে হেড দিতে চেষ্টা করেন রবার্ট লেভানডভস্কি। তাঁকে থামাতে চেয়েছিলেন ফ্লোরিয়ান লেজুয়েনে। কিন্তু ভায়েকানো ডিফেন্ডারের বাড়ানো পায়ে লেগে বল চলে যায় জালে। সমতায় ফেরে বার্সা। বাকি সময় আর গোলের দেখা পায়নি কেউ।
এ নিয়ে লা লিগায় টানা চার জয়ের পর ড্র করল বার্সা। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমে তিনেই থাকল বার্সেলোনা।
ডিপ মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারী ক্যাচটা ধরতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শোনা যায় গর্জন। মিরপুরে দর্শকদের এই উচ্ছ্বাস যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উচ্ছ্বাস। সেই সিরিজ জয়টাও এল এক ম্যাচ হাতে রেখেই। তবে জাকের আলী অনিক এখানেই থামতে চান না।
৩ মিনিট আগেটি-টোয়েন্টি তো দূরে থাক। আন্তর্জাতিক ক্রিকেটেই এ বছরে বাংলাদেশের শুরুটা হয়েছিল বেশ বাজে। জিততেই যেন ভুলে গিয়েছিল দলটি। মাত্র এক মাসের মধ্যেই বদলে গেল দলটি। যে টি-টোয়েন্টিতেই বাংলাদেশ অনেক পিছিয়ে, সেই সংস্করণে এখন নিয়মিত ম্যাচ জিতছে তারা।
৩৮ মিনিট আগেবাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৯ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
১২ ঘণ্টা আগে