Ajker Patrika

দলবদলে যেখানে পার্থক্য রিয়াল-বার্সার

দলবদলে যেখানে পার্থক্য রিয়াল-বার্সার

ইউরোপের ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হতে আরও অনেক দিন বাকি। ২০২৩-২৪ মৌসুমকে সামনে রেখে ইতিমধ্যে গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমও জমে উঠেছে। ঘর গোছাতে শুরু করেছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। 

তবে দুই দলই হাঁটছে ভিন্ন পথে। রিয়ালের চোখ তরুণদের দিকে। আর বার্সা যেন ‘বৃদ্ধাশ্রম’ খুলে বসেছে। আগামী মৌসুমে লা লিগার শিরোপা দৌড়ে এখানেই পার্থক্য গড়ে দিতে পারে দুই দলের মধ্যে। 

রিয়াল বড় তারকা না এনে প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের ওপরে আস্থা রাখছে। শক্তি বাড়াচ্ছে মাঝমাঠে। ইতিমধ্যে তারা চুক্তি নবায়ন করেছে দুই অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদরিচ ও টনি ক্রুসের সঙ্গে। বরুসিয়া ডর্টমুন্ড থেকে কিনে এনেছে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামকে। সান্তিয়াগো বার্নাব্যুতে আগে থেকে আছেন আরও দুই ফরাসি তরুণ মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও অরেলিয়েঁ চুয়ামেনি। এই তিনজনের বয়স যথাক্রমে ২০,২০ ও ২৩। 

মদরিচ ও ক্রুস পরবর্তী রিয়াল যাতে মাঝ সমুদ্রে হাবুডুবু না খায় তাই এই ব্যবস্থা রিয়ালের। বেলিংহাম, কামাভিঙ্গা ও চুয়ামেনিকে একসঙ্গে দীর্ঘদিন ধরে খেলানোর চিন্তা রয়েছে লস ব্লাঙ্কোসদের। গত বছর কাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ার পর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেন চুয়ামেনি। কামাভিঙ্গাও পাস করেছেন সেই পরীক্ষায়। তবে বেলিংহাম আসায় আরেক মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দেকে ছেড়ে দিতে পারে লস ব্লাঙ্কোসরা। 

রিয়াল আগামী মৌসুমে পাচ্ছে না তাদের অন্যতম ‘নাম্বার নাইন’ করিম বেনজেমাকে। তাঁর জায়গায় রিয়ালের চোখ টটেনহামের হ্যারি কেইনের দিকে। এক ফরাসির অভাব ঘোচাতে তারা আনতে পারে আরেক ফরাসি কিলিয়ান এমবাপ্পেকে। তবে পিএসজি ২৪ বছর বয়সী ফরোয়ার্ডকে না ছাড়ার সম্ভাবনায় বেশি। সে ক্ষেত্রে ২২ বছর বয়সী রদ্রিগোকে বাজিয়ে দেখতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। 

রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে গত মৌসুমে লা লিগা জিতেছে বার্সা। চার বছর পর শিরোপা জিতলেও একটা জায়গায় এখনও নিজেদের হারিয়ে খুঁজছে তারা। বেশ কয়েক বছর ধরে চ্যাম্পিয়নস লিগে সাফল্যহীন বার্সা। ক্যাম্প ন্যুয়ে নিজের প্রথম মৌসুমেই শিরোপা জিতেছেন রবার্ট লেভানডফস্কি। আগামী মৌসুমে পোলিশ স্ট্রাইকার ক্যাম্প ন্যুয়ে সতীর্থ হিসেবে পাচ্ছেন ইলকাই গুন্দোয়ানকে। দুজনে এর আগেও খেলেছেন ডর্টমুন্ডের হয়ে। 

ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জয়ের ইতিহাস গড়ে ফ্রি এজেন্ট হিসেবে বার্সার সঙ্গে দুই চুক্তি করেছেন গুন্দোয়ান। তবে দুই তারকারই বয়স ত্রিশোর্ধ্ব। হয়তো সর্বোচ্চ দুই-তিন মৌসুম তারা বার্সার হয়ে খেলতে পারবেন। এরপর কোচ জাভিকে ফের আক্রমণভাগের খেলোযাড় খুঁজতে হবে। মাঝমাঠে অবশ্য একটু স্বস্তি থাকবে। দুই তরুণ মিডফিল্ডার গাভি ও পেদ্রি মনে করিয়ে দিচ্ছেন দুই কিংবদন্তি জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তাকে। 

এক সময় বার্সা নিজেদের একাডেমি থেকে তুলে আনত বিশ্বমানের খেলোয়াড়। তবে এখন সে জায়গায় যেন ভাটা পড়েছে। রিয়াল অবশ্য তরুণদের দিকে ঝুঁকছে ঠিক, তবে তাদের যুব একাডেমি থেকে নতুন খেলোয়াড় বের করতে পারছে না তেমন। অভিজ্ঞদের চেয়ের তরুণদেরই যেন তারকা বানাতে চায় রিয়াল। আর ট্রান্সফার মৌসুমে বার্সার এর আগেও বেশ কয়েকবার ঠকেছে। সেই তুলনায় বেশ দুরদর্শী বলা যায় রিয়ালকে। 

লা লিগার আগামী মৌসুমে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের মধ্যে পার্থক্যটা গড়ে দিতে পারেন এই তরুণেরা। মৌসুমে প্রথম এল ক্লাসিকো ২৩ অক্টোবর, কাতালোনিয়া সফরে যাবে লস ব্লাঙ্কোসরা। তার আগে ২৯ জুলাই যুক্তরাষ্ট্রে একটি প্রীতি ম্যাচ খেলবে দুই চিরশত্রু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত