Ajker Patrika

ভিনিসিয়ুসের অপমানের ঘটনায় ৭০ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৬ জুন ২০২৩, ১১: ৪১
ভিনিসিয়ুসের অপমানের ঘটনায় ৭০ লাখ টাকা জরিমানা

গত কয়েক মাস মাদ্রিদের পরিবেশ যেন অস্বাস্থ্যকর হয়ে উঠেছে ভিনিসিয়ুস জুনিয়রের কাছে। বর্ণবাদী মন্তব্যের পাশাপাশি নানাভাবে তাঁকে অপমান করা হচ্ছে। ভিনিসিয়ুসের অপমানের ঘটনায় অপরাধীদের মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে।

স্পেনের বিচার কর্তৃপক্ষ জানিয়েছে, চারজনকে ৫১ হাজার ৭০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ৬৯ লাখ টাকা। একই সঙ্গে তাদের দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভিনিসিয়ুসের ঝুলন্ত মূর্তি রাখায় তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

এই চারজনকে গত ২৩ মে গ্রেপ্তার করার পর জামিনে ছেড়ে দেওয়া হয়। তাঁরা এ বছরের জানুয়ারিতে মাদ্রিদের মহাসড়কে ভিনিসিয়ুসের কুশপুত্তলিকা ঝুলিয়ে রেখেছিলেন। এ ছাড়া ভিনিসিয়ুসকে বর্ণবাদী মন্তব্যের ঘটনায় তিনজনকে ৪ হাজার ৩০০ পাউন্ড জরিমানা করা হয়েছে (বাংলাদেশি ৫ লাখ ৭৫ হাজার টাকা)। এক বছরের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। গত ২১ মে ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে লা লিগায় ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তাদের ঘটনার দুই দিন পর গ্রেপ্তার করা হয়। 

বর্ণবাদের ঘটনায় ভ্যালেন্সিয়াকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কম্পিটিশন কমিটি একই সঙ্গে ভ্যালেন্সিয়াকেও দেওয়া হয়েছে কঠিন শাস্তি। ক্লাবকে ৪৫ হাজার পাউন্ড জরিমানা করেছিল (বাংলাদেশি ৫২ লাখ ৫৪ হাজার টাকা)। একই সঙ্গে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল। ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামের মারিও কেম্পেস স্ট্যান্ডকে পাঁচ ম্যাচের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এই স্ট্যান্ড থেকেই ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বর্ণবাদ মন্তব্য করা হয়েছিল। পরে অবশ্য ভ্যালেন্সিয়ার ওপর থেকে শাস্তি কমিয়ে নেওয়া হয়। 

লা লিগায় বর্ণবাদের শিকার হওয়ার পর টুইটারে পাল্টাপাল্টি জবাব চলেছে ভিনিসিয়ুস ও লা-লিগার মধ্যে। আর নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে গত এক বছরে কীভাবে বর্ণবাদের শিকার হলেন তাঁর প্রামাণ্যচিত্রও তুলে ধরেন তিনি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড তখন বলেছিলেন, ‘হোমের বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেই দেখা যায় অপ্রীতিকর চমক। এই মৌসুমে এমন ঘটনা অনেক ঘটেছে। মৃত্যু কামনা, কুশপুত্তলিকা বানানো…. . তবে সব সময় তা বলা হয় ‘বিচ্ছিন্ন ঘটনা’। না, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো নিয়মিত ঘটনা এবং স্পেনের বিভিন্ন শহরে এটা হয়ে আসছে (এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও)। ভিডিওতে প্রমাণসহ আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত