Ajker Patrika

লাল কার্ড পাওয়া জাভি এবার দুই ম্যাচ নিষিদ্ধ

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৮: ০০
লাল কার্ড পাওয়া জাভি এবার দুই ম্যাচ নিষিদ্ধ

ম্যাচ তো নয়, রোববার বার্সেলোনা-হেতাফে ম্যাচে কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল’ কুরুক্ষেত্র’। একের পর এক ফাউল, রেফারির কার্ড দেওয়া-এসবই দেখা যাচ্ছিল কিছুক্ষণ পরপর। সেই ম্যাচে বার্সা কোচ জাভি হার্নান্দেজ ও ফরোয়ার্ড রাফিনহা দুজনে দেখেছেন লাল কার্ড। এবার তাঁরা পেয়েছেন আরও বড় শাস্তি।

জাভি, রাফিনহা দুজনেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। স্প্যানিশ ফুটবল লিগ অ্যাসোসিয়েশন গতকাল তাঁদের নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। ২০ ও ২৭ আগস্ট বার্সেলোনার দুটি লা লিগার ম্যাচে তাঁদের কেউই থাকতে পারবেন না। ২০ আগস্ট ন্যু ক্যাম্পে বার্সার প্রতিপক্ষ কাদিজ আর ২৭ আগস্ট এল মাদ্রিগালে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা।

বার্সেলোনার আবদেসসামাদ এজাজ্জুলিকে ফাউল করার ব্যাপারে রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ করেছিলেন জাভি। এরপরই রেফারি সিজার সোতো তাঁকে (জাভি) লাল কার্ড দেখান। রেফারি সিজার এক প্রতিবেদনে জানিয়েছেন, তিনি সেই ম্যাচে জাভিকে সতর্ক করেছিলেন। আর হেতাফের গাস্তন আলভারেজকে কনুই দিয়ে গুঁতো দেওয়ায় লাল কার্ড দেখেছিলেন রাফিনহা।

বার্সেলোনা-হেতাফে ম্যাচে সব মিলিয়ে ৩১ ফাউল হয়েছে। যার মধ্যে হেতাফে ফাউল করেছে ২০টি ও ১১টি ফাউল করেছে বার্সেলোনা। সিজারের রেফারিং নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেছিলেন, ‘আমাকে লাল কার্ড দেখানো হয়েছে। কারণ আমি বলছিলাম যে রেফারি হেতাফেকে অনেক ফাউল করায় সাহায্য করছেন। কিন্ত আমাদের সঙ্গে ভিন্ন আচরণ করছিলেন রেফারি। ‘এটা যদি লা লিগার ম্যাচ হয়, তাহলে তো খুবই লজ্জাজনক। বুলতে পেরেছি কেন লোকেরা আমাদের ফুটবল দেখেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত