ম্যাচ তো নয়, রোববার বার্সেলোনা-হেতাফে ম্যাচে কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল’ কুরুক্ষেত্র’। একের পর এক ফাউল, রেফারির কার্ড দেওয়া-এসবই দেখা যাচ্ছিল কিছুক্ষণ পরপর। সেই ম্যাচে বার্সা কোচ জাভি হার্নান্দেজ ও ফরোয়ার্ড রাফিনহা দুজনে দেখেছেন লাল কার্ড। এবার তাঁরা পেয়েছেন আরও বড় শাস্তি।
জাভি, রাফিনহা দুজনেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। স্প্যানিশ ফুটবল লিগ অ্যাসোসিয়েশন গতকাল তাঁদের নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। ২০ ও ২৭ আগস্ট বার্সেলোনার দুটি লা লিগার ম্যাচে তাঁদের কেউই থাকতে পারবেন না। ২০ আগস্ট ন্যু ক্যাম্পে বার্সার প্রতিপক্ষ কাদিজ আর ২৭ আগস্ট এল মাদ্রিগালে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা।
বার্সেলোনার আবদেসসামাদ এজাজ্জুলিকে ফাউল করার ব্যাপারে রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ করেছিলেন জাভি। এরপরই রেফারি সিজার সোতো তাঁকে (জাভি) লাল কার্ড দেখান। রেফারি সিজার এক প্রতিবেদনে জানিয়েছেন, তিনি সেই ম্যাচে জাভিকে সতর্ক করেছিলেন। আর হেতাফের গাস্তন আলভারেজকে কনুই দিয়ে গুঁতো দেওয়ায় লাল কার্ড দেখেছিলেন রাফিনহা।
বার্সেলোনা-হেতাফে ম্যাচে সব মিলিয়ে ৩১ ফাউল হয়েছে। যার মধ্যে হেতাফে ফাউল করেছে ২০টি ও ১১টি ফাউল করেছে বার্সেলোনা। সিজারের রেফারিং নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেছিলেন, ‘আমাকে লাল কার্ড দেখানো হয়েছে। কারণ আমি বলছিলাম যে রেফারি হেতাফেকে অনেক ফাউল করায় সাহায্য করছেন। কিন্ত আমাদের সঙ্গে ভিন্ন আচরণ করছিলেন রেফারি। ‘এটা যদি লা লিগার ম্যাচ হয়, তাহলে তো খুবই লজ্জাজনক। বুলতে পেরেছি কেন লোকেরা আমাদের ফুটবল দেখেন না।’
ম্যাচ তো নয়, রোববার বার্সেলোনা-হেতাফে ম্যাচে কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল’ কুরুক্ষেত্র’। একের পর এক ফাউল, রেফারির কার্ড দেওয়া-এসবই দেখা যাচ্ছিল কিছুক্ষণ পরপর। সেই ম্যাচে বার্সা কোচ জাভি হার্নান্দেজ ও ফরোয়ার্ড রাফিনহা দুজনে দেখেছেন লাল কার্ড। এবার তাঁরা পেয়েছেন আরও বড় শাস্তি।
জাভি, রাফিনহা দুজনেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। স্প্যানিশ ফুটবল লিগ অ্যাসোসিয়েশন গতকাল তাঁদের নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। ২০ ও ২৭ আগস্ট বার্সেলোনার দুটি লা লিগার ম্যাচে তাঁদের কেউই থাকতে পারবেন না। ২০ আগস্ট ন্যু ক্যাম্পে বার্সার প্রতিপক্ষ কাদিজ আর ২৭ আগস্ট এল মাদ্রিগালে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা।
বার্সেলোনার আবদেসসামাদ এজাজ্জুলিকে ফাউল করার ব্যাপারে রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ করেছিলেন জাভি। এরপরই রেফারি সিজার সোতো তাঁকে (জাভি) লাল কার্ড দেখান। রেফারি সিজার এক প্রতিবেদনে জানিয়েছেন, তিনি সেই ম্যাচে জাভিকে সতর্ক করেছিলেন। আর হেতাফের গাস্তন আলভারেজকে কনুই দিয়ে গুঁতো দেওয়ায় লাল কার্ড দেখেছিলেন রাফিনহা।
বার্সেলোনা-হেতাফে ম্যাচে সব মিলিয়ে ৩১ ফাউল হয়েছে। যার মধ্যে হেতাফে ফাউল করেছে ২০টি ও ১১টি ফাউল করেছে বার্সেলোনা। সিজারের রেফারিং নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেছিলেন, ‘আমাকে লাল কার্ড দেখানো হয়েছে। কারণ আমি বলছিলাম যে রেফারি হেতাফেকে অনেক ফাউল করায় সাহায্য করছেন। কিন্ত আমাদের সঙ্গে ভিন্ন আচরণ করছিলেন রেফারি। ‘এটা যদি লা লিগার ম্যাচ হয়, তাহলে তো খুবই লজ্জাজনক। বুলতে পেরেছি কেন লোকেরা আমাদের ফুটবল দেখেন না।’
তৃণমুল ফুটবলে উন্নতি দেখিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ব্রোঞ্জ ক্যাটাগরিতে ভিয়েতনাম ফুটবল ফেডারেশন ও নর্দার্ন মারিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনকে টপকে সেরা হয়েছে তারা।
১ ঘণ্টা আগেবছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
৫ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৫ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৫ ঘণ্টা আগে