মান্দায় কালবৈশাখীর তাণ্ডব
নওগাঁর মান্দায় কালবৈশাখীর তাণ্ডবে মৌসুমি ফল লিচু, শজনেডাটা, কলা ও ভুট্টাখেতসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপড়ে গেছে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছপালা। উড়ে গেছে আধপাকা ও কাঁচা বাড়িঘরের টিনের চাল। ঝড়ের সঙ্গে হঠাৎ বৃষ্টিতে আবারও ক্ষতির কবলে পড়েছেন ভাটামালিকেরা।