Ajker Patrika

লো ভোল্টেজে বোরোখেতে সেচ বিড়ম্বনায় কৃষক

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৩: ৪৯
Thumbnail image

বগুড়ার ধুনট উপজেলায় বোরো ধানের জমিতে পর্যাপ্ত পানি দিতে পারছেন না কৃষকেরা। উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির সরবরাহ করা বিদ্যুতের লো ভোল্টেজ আর লোডশেডিংয়ের কারণে এমনটা হচ্ছে। এতে আবাদ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন সাধারণ কৃষক।

লো ভোল্টেজের কারণে সেচপাম্প চালানো যাচ্ছে না। পুড়ে যাচ্ছে মোটর। পর্যাপ্ত পানি সেচ না দিতে পারলে ধান উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১৬ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে বিদ্যুচ্চালিত ১ হাজার ১৩টি সেচপাম্পের আওতায় রয়েছে ৪ হাজার ৮৫ হেক্টর জমি। বর্তমানে বোরো ধানগাছে শিষ আসা শুরু করেছে।

বোরো ধানের থোড় বা ধান বের হওয়ার সময় অনেক পানির দরকার হয়। এ সময় পানি কম থাকলে ধানের শিষ ছোট হয়, ধানে চিটার পরিমাণ বেড়ে যায়। উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হয়ে ক্ষতিগ্রস্ত হন কৃষক।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সমস্যা থাকলেও প্রায় দুই সপ্তাহ বিদ্যুতের লুকোচুরি চরমে উঠেছে। কখন বিদ্যুৎ আসে, কখন যায় তার ঠিক নেই। বিদ্যুতের লো ভোল্টেজের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু সেচপাম্প পুড়ে নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। লো-ভোল্টেজ আর লোডশেডিংয়ের কারণে শুধু সেচপাম্প নয়, সব শ্রেণির গ্রাহকদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

উপজেলার মথুরাপুর ইউনিয়নের সেচপাম্পের মালিক আলমগীর হোসেন বলেন, ‘বেশ কিছুদিন ধরে ঠিকমতো জমিতে পানি দিতে পারছি না, এ নিয়ে প্রতিদিন কৃষকের নানান কথা শুনতে হচ্ছে। লো-ভোল্টেজের কারণে সেচপাম্প পুড়ে যাচ্ছে। রাতের বেলায় কিছুক্ষণ ভোল্টেজ পাওয়া যায়, কিন্তু দিনের বেলায় একদম থাকে না।

একই এলাকার কৃষক আফজাল মিয়া বলেন, ‘এখন জমিতে বেশি করে সেচ দেওয়া লাগবে। পানি দেওয়া কম হলে প্রতি বিঘায় ৪-৫ মণ ধান কম হবে। এত কষ্ট করে যদি ফলন ঠিকমতো না পাওয়া যায়, তাহলে সংসার চালানো কঠিন হয়ে যাবে।’

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘খরার পাশাপাশি এ সময় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হয়। কিন্তু এ বছর আকাশে মেঘ দেখা দিলেও এই অঞ্চলে বৃষ্টি একদমই হয়নি। এ সময়ে সেচ-সংকট মানে কৃষকের সর্বনাশ। পানিসংকটে ধানে চিটা হবে, ব্যাহত হবে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা।

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ধুনট জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মাহবুব জিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় পর্যায় থেকে বিদ্যুৎ সাপ্লাই কম থাকায় লো ভোল্টেজ হচ্ছে। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে কথা বলেছি। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা ঠিক হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত