Ajker Patrika

ওজনে তরমুজ বিক্রি ঠকছেন ক্রেতারা

দুর্গাপুর প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৭: ৪৩
Thumbnail image

একে তো রমজান মাস, তার ওপর চৈত্রের ভ্যাপসা গরম। ফলে চাহিদা বাড়ছে রসাল ফল তরমুজের। এই সুযোগে দুর্গাপুর উপজেলার হাটবাজারগুলোতে ব্যবসায়ীরা কেজিতে বিক্রি করছেন তরমুজ। এতে ব্যবসায়ীরা লাভবান হলেও ঠকছেন ক্রেতারা।

গতকাল মঙ্গলবার দুর্গাপুর পৌর সদর বাজার, উপজেলা মোড়, সিংগা বাজার, মহিলা কলেজ রোড বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি বড় সাইজের তরমুজ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মাঝারি সাইজের তরমুজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। একটি বড় সাইজের তরমুজ ওজনে ১২ থেকে ১৪ কেজি ও মাঝারি সাইজের তরমুজ ওজনে ৬ থেকে ৮ কেজি পর্যন্ত হচ্ছে। ব্যবসায়ীরা ওজন ছাড়া তরমুজ বিক্রি করতে চাচ্ছেন না।

পৌর সদর বাজারে আসা ক্রেতা রবিউল ইসলাম বলেন, ‘এই প্রথম তরমুজ কেজিতে কিনলাম। ব্যবসায়ীরা পিস হিসেবে কৃষকের কাছে থেকে কিনে আনলেও ক্রেতাদের কাছে কেজিতে বিক্রি করছেন। বড় সাইজের একটি তরমুজ এখন কিনতে ৭০০ থেকে ৮০০ টাকা লাগবে। এতে ব্যবসায়ীরা লাভবান হলেও ঠকছেন ক্রেতারা।’

চম্পা বেগম নামের ক্রেতা বলেন, ‘রমজান মাস। বাচ্চারা তরমুজ খাবে। তাই বাজারে তরমুজ কিনতে আসি। এসে দেখি বিক্রেতারা কেজিতে বিক্রি করছেন। মাঝারি সাইজের একটি তরমুজ ২০০ টাকা বলেছি, কিন্তু দিচ্ছে না। বিক্রেতার সাফ কথা, কেজি মাপে যে দাম হয়, সেই টাকা দিয়ে কিনতে হবে।’

পৌর সদরের ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, ‘বেশি দামে মহাজনের কাছ থেকে তরমুজ কিনতে হচ্ছে। তাই আমাদেরও বেশি দামে তা বিক্রি করতে হচ্ছে। এ ছাড়া তরমুজের দাম বেশি চাইলে ক্রেতারা দাম শুনেই চলে যান। তাই এখন কেজিতে তরমুজ বিক্রি করছি।’

জানতে চাইলে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত