Ajker Patrika

সাখাওয়াতকে দুই দিন কারাফটকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৮: ০৮
সাখাওয়াতকে দুই দিন  কারাফটকে পুলিশ  জিজ্ঞাসাবাদ করবে

গোদাগাড়ীর নিমঘুটু গ্রামে দুই সাঁওতাল কৃষকের আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনকে কারাফটকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাজশাহীর একটি আদালত এ আদেশ দিয়েছেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে আসামি সাখাওয়াত হোসেনের তিন দিনের রিমান্ড চেয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। গতকাল শুনানির পর আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন। তবে আসামিকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

গত ২৩ মার্চ গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের সাঁওতাল কৃষক অভিনাথ মারান্ডি (৩৭) ও তাঁর চাচাতো ভাই রবি মারান্ডি (২৭) বিষ পান করেন। এতে অভিনাথ সেদিনই মারা যান। রবি মারা যান ২৫ মার্চ। পরিবারের দাবি, নলকূপের অপারেটর ও ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাখাওয়াত এ দুই কৃষককে বোরো ধানের জমিতে পানি না দিয়ে বিষ খেতে বলেছিলেন।

পরে দুই কৃষকের পরিবারের পক্ষ থেকে থানায় আত্মহত্যায় প্ররোচনার দুটি মামলা করা হয়। এরপর গত শনিবার দিবাগত রাতে পুলিশ সাখাওয়াতকে গ্রেপ্তার করে। রোববার তাঁকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চাওয়া হয়। সেদিন আদালত সাখাওয়াতকে কারাগারে পাঠান।

এদিকে ঘটনা তদন্তে গঠিত কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি পানি বণ্টনে সাখাওয়াতের নানা অনিয়ম পেয়েছে। মন্ত্রণালয়ে এ প্রতিবেদন দাখিলও হয়েছে। গভীর নলকূপের নিয়ন্ত্রক সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) আলাদা তদন্ত করলে সাখাওয়াতের অনিয়ম বেরিয়ে এসেছে। গ্রেপ্তারের পর রোববার সাখাওয়াতের নিয়োগ বাতিল করে বিএমডিএ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত