সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙন রোধে নির্মিত স্পার কেটে রাস্তা বানিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে ভাঙনের হুমকিতে রয়েছে স্পারগুলো। অভিযোগ রয়েছে, এ কাজের সঙ্গে যুক্ত স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেসহ কয়েকজন প্রভাবশালী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সেখানে আবারও অভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হবে।
নদীভাঙন থেকে রক্ষা পেতে সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নে হাসনাপাড়া বাজারের সামনে ৫৫৮ মিটার স্পার নির্মাণ করা হয় ২০০২ সালে। এ ইউনিয়নের নিজবলাইল বাজারের সামনেও একই বছর আরও একটি স্পার নির্মাণ করা হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে নিজবলাইল বাজারের সামনে হাসনাপাড়ার ১ নম্বর স্পারের কাছ থেকে বালু উত্তোলন করছেন। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন উপজেলার হাটশেরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান মতির ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তহিদুল ইসলাম এবং বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা।
একইভাবে হাসনাপাড়া বাজারের সামনে হাসনাপাড়ার ২ নম্বরের স্পারের কাছ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সেখানেও স্পারের ব্লক সরিয়ে স্পার কেটে তৈরি করা হয়েছে অবৈধভাবে বালু উত্তোলনের রাস্তা। সারা দিন চলে তাঁদের এই কার্যক্রম।
নিজবলাইল গ্রামের ষাটোর্ধ্ব মজিদ প্রাং বলেন, ‘কয়েক বছর আগে যমুনা যেভাবে ভাঙা শুরু করছিল, তাতে এই পার দুডে না থাকলে হামাগিরে আশেপাশের সব গ্রামই যমুনা নদীর পেটত চলে যাতো। হামাগিরে গ্রামের নেতারা যেরকম করে পারগুলে কাটে বালু তুলিচ্চে তাতে পারগুলে ভাঙে যাওয়ার আশংকা করা হচ্চে। আবার যদি বাড়ী ভাঙে তালে হামরা কুন্টি যায়া বাড়ী করমু।’
এ বিষয়ে তহিদুল ইসলাম বলেন, ‘আমরা বালু তুলব না তো কী করে খাব? আপনি সাংবাদিক এগুলো দেখার কে? বড় বড় অফিসারের চোখে পড়ে না, তাহলে আপনার এত সমস্যা হয় কেন?’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক বলেন, ‘হামার জমিতে হামি নানা ধরনের ফসল ফলাতাম। সেই জমির মাটি ওরা কেটে নিয়ে যাচ্ছে। ফসলও পাচ্চি না, আবার জমিও নষ্ট হয়া যাচ্চে। কার কাছে হামি বিচের চামু। ওরা তো অনেক শক্তিশালী।’
এদিকে স্পার কেটে বালু উত্তোলন করায় স্পারের সংযোগ সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ফলে পর্যটকেরা স্পারে উঠতে পারছেন না।
এ বিষয়ে একজন পর্যটক বলেন, ‘গাবতলী উপজেলা থেকে পরিজন নিয়ে হাসনাপাড়ার স্পার দেখতে এসেছিলাম। স্পারের উপরে উঠতে না পেরে ফিরে যাচ্ছি কালীতলা ঘাটে।’
হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মেহেদী হাসান আলো বলেন, ‘এ বিষয়ে আমি তাঁদের সতর্ক করে দিয়েছি। মনে হচ্ছে তাঁরা কর্ণপাত করছেন না। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাইব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম জানান, ওই স্পার পয়েন্টে মাঝে মাঝেই অরভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হয়। শিগগিরই সেখানে আবারও অভিযান পরিচালনা করা হবে।
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙন রোধে নির্মিত স্পার কেটে রাস্তা বানিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে ভাঙনের হুমকিতে রয়েছে স্পারগুলো। অভিযোগ রয়েছে, এ কাজের সঙ্গে যুক্ত স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেসহ কয়েকজন প্রভাবশালী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সেখানে আবারও অভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হবে।
নদীভাঙন থেকে রক্ষা পেতে সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নে হাসনাপাড়া বাজারের সামনে ৫৫৮ মিটার স্পার নির্মাণ করা হয় ২০০২ সালে। এ ইউনিয়নের নিজবলাইল বাজারের সামনেও একই বছর আরও একটি স্পার নির্মাণ করা হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে নিজবলাইল বাজারের সামনে হাসনাপাড়ার ১ নম্বর স্পারের কাছ থেকে বালু উত্তোলন করছেন। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন উপজেলার হাটশেরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান মতির ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তহিদুল ইসলাম এবং বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা।
একইভাবে হাসনাপাড়া বাজারের সামনে হাসনাপাড়ার ২ নম্বরের স্পারের কাছ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সেখানেও স্পারের ব্লক সরিয়ে স্পার কেটে তৈরি করা হয়েছে অবৈধভাবে বালু উত্তোলনের রাস্তা। সারা দিন চলে তাঁদের এই কার্যক্রম।
নিজবলাইল গ্রামের ষাটোর্ধ্ব মজিদ প্রাং বলেন, ‘কয়েক বছর আগে যমুনা যেভাবে ভাঙা শুরু করছিল, তাতে এই পার দুডে না থাকলে হামাগিরে আশেপাশের সব গ্রামই যমুনা নদীর পেটত চলে যাতো। হামাগিরে গ্রামের নেতারা যেরকম করে পারগুলে কাটে বালু তুলিচ্চে তাতে পারগুলে ভাঙে যাওয়ার আশংকা করা হচ্চে। আবার যদি বাড়ী ভাঙে তালে হামরা কুন্টি যায়া বাড়ী করমু।’
এ বিষয়ে তহিদুল ইসলাম বলেন, ‘আমরা বালু তুলব না তো কী করে খাব? আপনি সাংবাদিক এগুলো দেখার কে? বড় বড় অফিসারের চোখে পড়ে না, তাহলে আপনার এত সমস্যা হয় কেন?’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক বলেন, ‘হামার জমিতে হামি নানা ধরনের ফসল ফলাতাম। সেই জমির মাটি ওরা কেটে নিয়ে যাচ্ছে। ফসলও পাচ্চি না, আবার জমিও নষ্ট হয়া যাচ্চে। কার কাছে হামি বিচের চামু। ওরা তো অনেক শক্তিশালী।’
এদিকে স্পার কেটে বালু উত্তোলন করায় স্পারের সংযোগ সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ফলে পর্যটকেরা স্পারে উঠতে পারছেন না।
এ বিষয়ে একজন পর্যটক বলেন, ‘গাবতলী উপজেলা থেকে পরিজন নিয়ে হাসনাপাড়ার স্পার দেখতে এসেছিলাম। স্পারের উপরে উঠতে না পেরে ফিরে যাচ্ছি কালীতলা ঘাটে।’
হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মেহেদী হাসান আলো বলেন, ‘এ বিষয়ে আমি তাঁদের সতর্ক করে দিয়েছি। মনে হচ্ছে তাঁরা কর্ণপাত করছেন না। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাইব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম জানান, ওই স্পার পয়েন্টে মাঝে মাঝেই অরভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হয়। শিগগিরই সেখানে আবারও অভিযান পরিচালনা করা হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪