Ajker Patrika

তিন দিন ধরে বসবাস খোলা আকাশের নিচে

দুর্গাপুর প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১২: ৫১
Thumbnail image

রাস্তার ধারে খুপরিঘরে এক ছেলে, স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করেন দিনমজুর কছিমুদ্দিন। গত রোববার রাত দেড়টার দিকে ঝড়ে বিশাল আকৃতির একটি কড়ইগাছ আছড়ে পড়ে তাঁর ঘরের ওপর। এ সময় ঘর দুমড়েমুচড়ে গেলেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান কছিমুদ্দিনসহ তাঁর পরিবারের চার সদস্য। এ ঘটনা ঘটে দুর্গাপুর উপজেলার তিওরকুড়ি লক্ষ্মীপুর গ্রামে।

ঘর ভাঙার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অভিযোগ দিয়েছেন কছিমুদ্দিন। তবে আছড়ে পড়া সরকারি গাছটি এখনো সরানো হয়নি তাঁর খুপরিঘরের ওপর থেকে। ফলে তিন দিন ধরে খোলা আকাশের নিচে রাতযাপন করছে দিনমজুর পরিবারটি।

গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, বিশাল আকৃতির একটি কড়ইগাছ আছড়ে পড়ে আছে কছিমুদ্দিনের খুপরিঘরের ওপর। ঘরের টিন, আসবাব ভেঙে লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে।

কছিমুদ্দিন বলেন, তিন দিন ধরে খোলা আকাশের নিচে বাড়ির উঠানে রাতযাপন করছেন তাঁরা। ইউপি চেয়ারম্যানকে অভিযোগ দিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, গাছটি সরিয়ে নেওয়ার। এখনো গাছটি বাড়ির ওপর থেকে সরানো হয়নি। তিনি আরও বলেন, তিনি ও তাঁর স্ত্রী দুজনই দিনমজুর হিসেবে কৃষিকাজ করেন। ভূমিহীন থেকে রাস্তার ধারে চার শতক জায়গা কিনে বাড়ি করেছেন। ঝড়ে ঘর ভাঙায় মাথা গোঁজার ঠাঁইটুকু ভেঙে গেল তাঁদের। গাছটি সরিয়ে নিলেও খুপরিঘরটি মেরামত করার সামর্থ্য নেই তাঁর।

দেলুয়াবাড়ীর ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। ওই পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা হতদরিদ্র। গাছটি সরকারি হওয়ায় এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। গাছটি দ্রুত ওই বাড়ির ওপর থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যান এ বিষয়ে আমাকে জানিয়েছেন। উপজেলা প্রশাসন থেকে গাছটি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কড়ইগাছটি বিক্রির অর্থ ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত