চাল বিতরণে ‘অনিয়ম’
সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার ৬৫ দিনে জেলেদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলেদের অভিযোগ, প্রকৃত জেলেরা চাল পান না, যাঁরা জেলে নন, তাঁরাই চাল পান। তবে মৎস্য কার্যালয় বলছে, জেলে যাচাই-বাছাইয়ের সময় এসব জেলে না থাকায় তাঁদের তালিকাভুক্ত করা হয়নি।