খান রফিক, বরিশাল
ইলিশের ভরা মৌসুম চলছে। উপকূলের মৎস্যবন্দরগুলোতে প্রতিদিন নামছে ট্রলারভর্তি ইলিশ। অথচ বরিশাল নগরের পোর্ট রোড মৎস্য অবতরণকেন্দ্রে তিন দিন ধরে সাগরের ইলিশই নামছে না।
সাগরে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভরা মৌসুমে এ মোকামে ইলিশের ছড়াছড়ি লেগে যাওয়ার কথা। মোকামে ইলিশের সংকটের কারণ খুঁজতে গিয়ে গুরুতর অভিযোগ পাওয়া গেছে এ মোকামেরই একশ্রেণির মৎস্য ব্যবসায়ীর বিরুদ্ধে। জেলে ও ট্রলারমালিকদের অভিযোগ, জোর করে মাছের দাম চাপিয়ে দেওয়া হচ্ছে।
সরেজমিনে গত মঙ্গলবার ইলিশের মোকাম ঘুরে দেখা গেছে, মাছ নেই বললেই চলে। কেবল নদীর কিছু মাছের ওপরই ভরসা ব্যবসায়ীদের। সাগর থেকে আসা ট্রলারের একাধিক জেলে জানান, পোর্ট রোডে ইলিশ নামালে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। জোর করে মাছের দাম চাপিয়ে দেওয়া হচ্ছে। যদিও এ বিষয়ে মুখ খোলার সাহস পাচ্ছেন না ট্রলারমালিক ও জেলেরা। এ কারণেই বরিশালে সাগরের ইলিশ আসা কমে যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক জেলে জানান, কয়েক দিন আগে সাগর থেকে ইলিশ নিয়ে পোর্ট রোড মোকামে ৪-৫টি ট্রলার আসে। একটি ট্রলারে ডাক ওঠে ইলিশের মণ ২৪ হাজার টাকা। এরপরও ওই মাছ ২১ হাজার টাকা মণ দরে স্থানীয় ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীর কাছে বিক্রি করতে বাধ্য হন ট্রলারমালিক।
ওই ট্রলারের একাধিক জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, দর ২৪ হাজার টাকা ওঠার পরেও মণপ্রতি ৩ হাজার টাকা কমিয়ে মাছ দিয়ে আসতে হয়েছে। নানা অজুহাত দেখিয়ে এ ঘাটে এমনটা ঘটছে। এ জন্য বরিশালে মাছের ট্রলার ভেড়াতে আগ্রহ হারিয়ে ফেলছেন তাঁরা।
মোকামের মৎস্য আড়তদার মিজানুর রহমান বলেন, গত মঙ্গলবার ইলিশ এসেছিল মাত্র ৮০ মণের মতো। ভরা মৌসুমেও তিন দিন ধরে সাগরের বোট আসছে না। তাই ইলিশের দাম অনেক বেশি। গতকাল এলসি (৬০০ থেকে ৯০০ গ্রাম) সাইজের ইলিশ মণপ্রতি ৪৪ হাজার, ১ কেজি সাইজের ইলিশ ৫০ হাজার টাকা মণ এবং ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৩৫ হাজার টাকা মণে বিক্রি হয়েছে। এবার মাছ ট্রাকে চলে যাচ্ছে, তাই এখানে ট্রলার আসছে কম। জেলেদের দাম না পাওয়ার বিষয়টি তাঁর জানা নেই।
এসব বিষয়ে জানতে বরিশাল মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুলকে ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
তবে মোকামের মৎস্য ব্যবসায়ী ইয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সাগরে মাছ নাই। তাই তিন-চার দিন বোট আসে না। তা ছাড়া সড়কপথেও মহিপুর, পাথরঘাটা, ভোলার মাছ চলে যায় রাজধানীসহ বিভিন্ন স্থানে।
জেলেদের আনা মাছ জোর করে কম দামে কিনে নেওয়ার বিষয়ে ইয়ার উদ্দিন বলেন, ‘ওপেন মার্কেটে ইলিশের দর ওঠে। দাম না পাওয়ার বিষয়টি ভুল ধারণা। অনেক সময় মাছের দর একটা ওঠে, কিন্তু পরে দেখা যায় ভেতরে মাছের কোয়ালিটি খারাপ। তখন মাছের দাম কমে যায়। পোর্ট রোড মোকামে প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই।’
বরিশাল মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেছেন, একশ্রেণির প্রভাবশালী ব্যবসায়ী ইলিশের বাজার নিয়ন্ত্রণ করায় মাছ কম আসছে। এটা ঠিক যে বরিশাল পোর্ট রোডেও কোনো কোনো ব্যবসায়ী সাগর ও নদী থেকে আসা মাছ বিকিকিনিতে প্রভাব খাটায়। এ জন্য অনেক সময় ন্যায্যমূল্য পায় না জেলেরা। এ ধরনের অভিযোগ নানা সময় পাওয়া যাচ্ছে। তাই মোকামগুলো নজরদারিতে রাখা হচ্ছে।
ইলিশের ভরা মৌসুম চলছে। উপকূলের মৎস্যবন্দরগুলোতে প্রতিদিন নামছে ট্রলারভর্তি ইলিশ। অথচ বরিশাল নগরের পোর্ট রোড মৎস্য অবতরণকেন্দ্রে তিন দিন ধরে সাগরের ইলিশই নামছে না।
সাগরে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভরা মৌসুমে এ মোকামে ইলিশের ছড়াছড়ি লেগে যাওয়ার কথা। মোকামে ইলিশের সংকটের কারণ খুঁজতে গিয়ে গুরুতর অভিযোগ পাওয়া গেছে এ মোকামেরই একশ্রেণির মৎস্য ব্যবসায়ীর বিরুদ্ধে। জেলে ও ট্রলারমালিকদের অভিযোগ, জোর করে মাছের দাম চাপিয়ে দেওয়া হচ্ছে।
সরেজমিনে গত মঙ্গলবার ইলিশের মোকাম ঘুরে দেখা গেছে, মাছ নেই বললেই চলে। কেবল নদীর কিছু মাছের ওপরই ভরসা ব্যবসায়ীদের। সাগর থেকে আসা ট্রলারের একাধিক জেলে জানান, পোর্ট রোডে ইলিশ নামালে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। জোর করে মাছের দাম চাপিয়ে দেওয়া হচ্ছে। যদিও এ বিষয়ে মুখ খোলার সাহস পাচ্ছেন না ট্রলারমালিক ও জেলেরা। এ কারণেই বরিশালে সাগরের ইলিশ আসা কমে যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক জেলে জানান, কয়েক দিন আগে সাগর থেকে ইলিশ নিয়ে পোর্ট রোড মোকামে ৪-৫টি ট্রলার আসে। একটি ট্রলারে ডাক ওঠে ইলিশের মণ ২৪ হাজার টাকা। এরপরও ওই মাছ ২১ হাজার টাকা মণ দরে স্থানীয় ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীর কাছে বিক্রি করতে বাধ্য হন ট্রলারমালিক।
ওই ট্রলারের একাধিক জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, দর ২৪ হাজার টাকা ওঠার পরেও মণপ্রতি ৩ হাজার টাকা কমিয়ে মাছ দিয়ে আসতে হয়েছে। নানা অজুহাত দেখিয়ে এ ঘাটে এমনটা ঘটছে। এ জন্য বরিশালে মাছের ট্রলার ভেড়াতে আগ্রহ হারিয়ে ফেলছেন তাঁরা।
মোকামের মৎস্য আড়তদার মিজানুর রহমান বলেন, গত মঙ্গলবার ইলিশ এসেছিল মাত্র ৮০ মণের মতো। ভরা মৌসুমেও তিন দিন ধরে সাগরের বোট আসছে না। তাই ইলিশের দাম অনেক বেশি। গতকাল এলসি (৬০০ থেকে ৯০০ গ্রাম) সাইজের ইলিশ মণপ্রতি ৪৪ হাজার, ১ কেজি সাইজের ইলিশ ৫০ হাজার টাকা মণ এবং ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৩৫ হাজার টাকা মণে বিক্রি হয়েছে। এবার মাছ ট্রাকে চলে যাচ্ছে, তাই এখানে ট্রলার আসছে কম। জেলেদের দাম না পাওয়ার বিষয়টি তাঁর জানা নেই।
এসব বিষয়ে জানতে বরিশাল মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুলকে ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
তবে মোকামের মৎস্য ব্যবসায়ী ইয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সাগরে মাছ নাই। তাই তিন-চার দিন বোট আসে না। তা ছাড়া সড়কপথেও মহিপুর, পাথরঘাটা, ভোলার মাছ চলে যায় রাজধানীসহ বিভিন্ন স্থানে।
জেলেদের আনা মাছ জোর করে কম দামে কিনে নেওয়ার বিষয়ে ইয়ার উদ্দিন বলেন, ‘ওপেন মার্কেটে ইলিশের দর ওঠে। দাম না পাওয়ার বিষয়টি ভুল ধারণা। অনেক সময় মাছের দর একটা ওঠে, কিন্তু পরে দেখা যায় ভেতরে মাছের কোয়ালিটি খারাপ। তখন মাছের দাম কমে যায়। পোর্ট রোড মোকামে প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই।’
বরিশাল মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেছেন, একশ্রেণির প্রভাবশালী ব্যবসায়ী ইলিশের বাজার নিয়ন্ত্রণ করায় মাছ কম আসছে। এটা ঠিক যে বরিশাল পোর্ট রোডেও কোনো কোনো ব্যবসায়ী সাগর ও নদী থেকে আসা মাছ বিকিকিনিতে প্রভাব খাটায়। এ জন্য অনেক সময় ন্যায্যমূল্য পায় না জেলেরা। এ ধরনের অভিযোগ নানা সময় পাওয়া যাচ্ছে। তাই মোকামগুলো নজরদারিতে রাখা হচ্ছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫