চার কারণে ইলিশসংকট
ইলিশের ভরা মৌসুমে গত আড়াই মাস বাজার ছিল অনেকটাই নিষ্প্রাণ। সাগর-নদীর এলাকা দক্ষিণের উপকূলে ইলিশের এমন সংকট সবাইকে হতাশ করেছে। এই হতাশা নিয়েই ২০ দিন পর শেষ হচ্ছে এ বছরের ইলিশ মৌসুম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাগর মোহনায় নাব্যসংকট, কম বৃষ্টি, অসহনীয় তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তন—এই চার কারণে এ বছর কাঙ্ক্ষি