Ajker Patrika

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ দিনে বরিশালে ৭২৪ জেলের জেল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ২০: ২৪
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ দিনে বরিশালে ৭২৪ জেলের জেল

মা ইলিশ রক্ষায় নদী ও সাগরে সব ধরনের মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় বরিশাল বিভাগে ৭২৪ জেলেকে জেল দেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে নিষেধাজ্ঞা শেষে আজ শুক্রবার কর্মচাঞ্চল্য ফিরে আসে বরিশাল পোর্ট রোড মৎস্য মোকামে। সকাল থেকে মোকামে আসে প্রচুর ইলিশ। 

ব্যবসায়ীদের তথ্য মতে, প্রথম দিনে প্রায় দেড় হাজার মণ ইলিশ আমদানি হয়েছে পোর্ট রোড মোকামে। তবে পাঙাশ আর পোমাও উঠেছে বেশ। 

সকালে পোর্ট রোড মোকামে গিয়ে দেখা গেছে, লোকে লোকারণ্য। নৌকা, ট্রলারে মাছ নিয়ে জেলে ভিড়ছে ঘাটে। 

মেসার্স লিয়া মৎস্য আড়তের স্বত্বাধিকারী নাসির উদ্দিন বলেন, ‘নিষেধাজ্ঞা শেষে ইলিশ আশা শুরু করেছে। তবে কাঙ্ক্ষিত মাছ আসছে না। শ্রমিকেরা কাজ শুরু করায় স্বস্তি ফিরেছে। পাঙাশ আর পোমা বেশি এসেছে।’ 

পোর্ট রোডে ইলিশ কিনতে যাওয়া চাকরিজীবী মজিবর রহমান বলেন, ‘মাছের চেয়ে ক্রেতা বেশি।’ 

বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, শুক্রবার প্রথম দিন প্রায় দেড় হাজার টন ইলিশ এসেছে। এলসি সাইজের ইলিশ ৪২ হাজার টাকা মণ এবং কেজি সাইজের ইলিশ ৪৮ হাজার টাকা মণ হিসেবে বিক্রি হয়েছে। 

মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের তথ্য মতে, বিভাগের ৬ জেলায় গত ২২ দিনে অভিযান করা হয়েছে ২ হাজার ৯৯৪টি। এ সময়ের মধ্যে ইলিশ জব্দ করা হয়েছে ৯ টন ও জাল জব্দ করা হয়েছে প্রায় ৫৮ লাখ মিটার। জেল দেওয়া হয়েছে ৭২৪ জেলেকে। এর মধ্যে বরিশাল জেলায় কারাদণ্ডের সংখ্যা ৫৪৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত