চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
অল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী। রোববার (২০ জুলাই) সকালে কয়েক মিনিটের বৃষ্টিতে বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে যায়। এতে স্কুলশিক্ষার্থী, পথচারী, যানবাহন ও মার্কেটে আসা সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।
সরেজমিন দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ডিসি কার্যালয়ের সামনে কালেক্টর চত্বর, সিভিল সার্জন কার্যালয়ের সামনেসহ নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট, প্রফেসরপাড়া, বালুবাগান, আরামবাগ, মেথরপাড়া, নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে, বাতেন খাঁসহ অনেক জায়গায় হাঁটুপানি জমে আছে।
পৌরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় এবং সময়মতো ড্রেন পরিষ্কার না করায় এমন পরিস্থিতি। তাঁরা বলেন, সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ছোট ছোট ড্রেন নির্মাণ করা হচ্ছে, যেগুলো কার্যকর নয়।
আরামবাগ এলাকার বাসিন্দা জিয়াউর রহমান বলেন, ‘আমরা এক অথই সাগরে বসবাস করছি। অল্প বৃষ্টিতেই হাঁটুপানি হয়ে যায়, বাসা থেকে বের হওয়া দায় হয়ে পড়ে। অথর্ব পৌর প্রশাসক কিছুই করছে না।’
প্রফেসরপাড়ার বাসিন্দা আবুল কালাম বলেন, ‘একটু বৃষ্টিতেই যদি এই অবস্থা হয়, তাহলে পৌরসভা কি ঘুমিয়ে আছে? নবাবগঞ্জ সরকারি কলেজের পাশে ছোট ড্রেন নির্মাণ হচ্ছে, তা-ও ঢিমেতালে। এভাবে পানি নিষ্কাশন সম্ভব নয়। এটা শুধুই টাকা অপচয়ের কাজ।’
ক্লাব সুপার মার্কেটের দোকানদার ফেরদৌস হোসেন বলেন, ‘আজ কয়েক মিনিটের বৃষ্টিতেই পুরো মার্কেট পানিতে ডুবে গেছে। আগেও অল্প বৃষ্টিতে এমন হয়েছে। নিউমার্কেটেও একই অবস্থা।’
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তোফিকুল ইসলাম বলেন, ‘পৌর এলাকার বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণ চলছে। বৃষ্টির কারণে কাজ কিছুটা ধীর গতিতে চলছে। কাজ শেষ হলে কিছুটা হলেও দুর্ভোগ কমবে।’
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় জলাবদ্ধতা হচ্ছে। আমরা সাধ্যমতো লোকবল দিয়ে ড্রেন পরিষ্কার করছি। তবে পুরোপুরি সম্ভব হচ্ছে না। এর জন্য পৌরবাসীও দায়ী, তাঁরা ড্রেনে ময়লা ফেলে ড্রেন বন্ধ করে দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘আগামীতে পৌরবাসীর দুর্ভোগ কমাতে একটি “মাস্টার প্ল্যান” করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে আশা করি সমস্যার স্থায়ী সমাধান হবে।’
অল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী। রোববার (২০ জুলাই) সকালে কয়েক মিনিটের বৃষ্টিতে বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে যায়। এতে স্কুলশিক্ষার্থী, পথচারী, যানবাহন ও মার্কেটে আসা সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।
সরেজমিন দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ডিসি কার্যালয়ের সামনে কালেক্টর চত্বর, সিভিল সার্জন কার্যালয়ের সামনেসহ নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট, প্রফেসরপাড়া, বালুবাগান, আরামবাগ, মেথরপাড়া, নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে, বাতেন খাঁসহ অনেক জায়গায় হাঁটুপানি জমে আছে।
পৌরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় এবং সময়মতো ড্রেন পরিষ্কার না করায় এমন পরিস্থিতি। তাঁরা বলেন, সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ছোট ছোট ড্রেন নির্মাণ করা হচ্ছে, যেগুলো কার্যকর নয়।
আরামবাগ এলাকার বাসিন্দা জিয়াউর রহমান বলেন, ‘আমরা এক অথই সাগরে বসবাস করছি। অল্প বৃষ্টিতেই হাঁটুপানি হয়ে যায়, বাসা থেকে বের হওয়া দায় হয়ে পড়ে। অথর্ব পৌর প্রশাসক কিছুই করছে না।’
প্রফেসরপাড়ার বাসিন্দা আবুল কালাম বলেন, ‘একটু বৃষ্টিতেই যদি এই অবস্থা হয়, তাহলে পৌরসভা কি ঘুমিয়ে আছে? নবাবগঞ্জ সরকারি কলেজের পাশে ছোট ড্রেন নির্মাণ হচ্ছে, তা-ও ঢিমেতালে। এভাবে পানি নিষ্কাশন সম্ভব নয়। এটা শুধুই টাকা অপচয়ের কাজ।’
ক্লাব সুপার মার্কেটের দোকানদার ফেরদৌস হোসেন বলেন, ‘আজ কয়েক মিনিটের বৃষ্টিতেই পুরো মার্কেট পানিতে ডুবে গেছে। আগেও অল্প বৃষ্টিতে এমন হয়েছে। নিউমার্কেটেও একই অবস্থা।’
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তোফিকুল ইসলাম বলেন, ‘পৌর এলাকার বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণ চলছে। বৃষ্টির কারণে কাজ কিছুটা ধীর গতিতে চলছে। কাজ শেষ হলে কিছুটা হলেও দুর্ভোগ কমবে।’
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় জলাবদ্ধতা হচ্ছে। আমরা সাধ্যমতো লোকবল দিয়ে ড্রেন পরিষ্কার করছি। তবে পুরোপুরি সম্ভব হচ্ছে না। এর জন্য পৌরবাসীও দায়ী, তাঁরা ড্রেনে ময়লা ফেলে ড্রেন বন্ধ করে দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘আগামীতে পৌরবাসীর দুর্ভোগ কমাতে একটি “মাস্টার প্ল্যান” করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে আশা করি সমস্যার স্থায়ী সমাধান হবে।’
খুলনায় করোনায় আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা। আজ সোমবার ভোরে খুলনা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এটিই চলতি বছরে খুলনায় করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।
৩ মিনিট আগেচিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রাকিবের অস্থিমজ্জা সম্পূর্ণরূপে বিকল হয়ে গেছে। বাঁচতে হলে অস্থিমজ্জা প্রতিস্থাপন জরুরি। বর্তমানে তিনি ঢাকার আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। দ্বিতীয় ধাপের কেমোথেরাপি চলছে, যা আরো এক মাস চলবে।
১৯ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোমেনা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। সোমবার সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন ওই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী।
২০ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার (২০ জুলাই) গভীর রাতে উপজেলার ছোট আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে