Ajker Patrika

রায়পুরার চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ৫

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোমেনা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। সোমবার সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন ওই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী।

স্থানীয়দের ভাষ্য, সায়দাবাদ ও বালুরচর গ্রামের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে ভোরে বালুরচর গ্রামের একদল লোক সায়দাবাদ গ্রামে অতর্কিত হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মোমেনা খাতুন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

নরসিংদী, রায়পুরা, সংঘর্ষ, নিহত, চরাঞ্চল, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত