Ajker Patrika

ফেনীতে ১৩ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 
ফেনীর ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান। ছবি: আজকের পত্রিকা
ফেনীর ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান। ছবি: আজকের পত্রিকা

ফেনীর ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। উপজেলার চাঁদগাজী বটতলি বাজারে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ পুলক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন চৌধুরী দিদার ও বাজার কমিটির সেক্রেটারি শাহীন জানান, একটি ফলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। মোট ১৩টি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যাবে। দোকান থেকে কোনো মালপত্র বের করতে পারেননি ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুন্সি আবদুল কাইয়ূম জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা করেন। এর সঙ্গে সঙ্গে হাজির হন ফায়ার সার্ভিসের কর্মীরা। সবার যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১৩টি দোকান পুড়ে গেলেও আশপাশের অন্যান্য মার্কেট রক্ষা করা সম্ভব হয়।

আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থসহায়তা দেন ফেনী জেলা জামায়াতের আমির আবদুল হান্নান। এ সময় তিনি জেলা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত এলাকার চিত্র তুলে ধরেন এবং ব্যবসায়ীদের সরকারি সহায়তা দেওয়ার অনুরোধ জানান।

এ ছাড়া ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন এবং ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত