নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ সাগর হাওলাদার (৩৮) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে নদীর দপদপিয়া খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর লাশটি উদ্ধার করে পুলিশ। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সাগর বরিশাল নগরীর ভাটারখাল এলাকার বাসিন্দা দলিল উদ্দিনের ছেলে। তিনি রিকশা চালানোর পাশাপাশি বিভিন্ন খাবার হোটেলে পানি সরবরাহের কাজও করতেন। সাগরের মৃগীরোগ ছিল বলে জানিয়েছেন তাঁর মা রেণু বেগম। গতকাল রোববার ভোররাতে ফজরের নামাজের সময় অজু করতে গিয়ে সাগর নদীতে পড়ে যান বলে ধারণা করছেন স্বজনেরা। নদীর পাড়ে তাঁর টুপি ও পাঞ্জাবি পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হক সুমন জানান, খবর পেয়ে গতকাল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু তখন তাঁর সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা মো. রুবেল জানান, সাগর ভাটারখাল ডিসি ঘাটসংলগ্ন মসজিদে প্রতিদিন ফজরের নামাজ আদায় করেন। নামাজ পড়ার জন্য তিনি প্রায়ই ডিসিঘাটে নেমে নদীর পানিতে অজু করেন। আর অজু করার সময় মাথার টুপি ও পাঞ্জাবি খুলে পাশেই রাখেন। গতকাল ভোররাতেও নামাজের জন্য বাসা থেকে বের হন। এরপর আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ডিসিঘাট এলাকা থেকে তাঁর পাঞ্জাবি ও টুপি উদ্ধার করা হয়। আর এরপরই সবাই নিশ্চিত হন, তিনি নদীতে পড়ে গেছেন। তাই ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করা হয়।
সাগরের মা রেণু বেগম জানান, তাঁর ছেলের মৃগীরোগ রয়েছে। এর আগেও অজু করতে গিয়ে একাধিকবার নদীতে পড়ে গিয়েছিলেন। আর তখন ঘাটের লোকজন তাঁকে উদ্ধার করেছেন।
বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ সাগর হাওলাদার (৩৮) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে নদীর দপদপিয়া খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর লাশটি উদ্ধার করে পুলিশ। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সাগর বরিশাল নগরীর ভাটারখাল এলাকার বাসিন্দা দলিল উদ্দিনের ছেলে। তিনি রিকশা চালানোর পাশাপাশি বিভিন্ন খাবার হোটেলে পানি সরবরাহের কাজও করতেন। সাগরের মৃগীরোগ ছিল বলে জানিয়েছেন তাঁর মা রেণু বেগম। গতকাল রোববার ভোররাতে ফজরের নামাজের সময় অজু করতে গিয়ে সাগর নদীতে পড়ে যান বলে ধারণা করছেন স্বজনেরা। নদীর পাড়ে তাঁর টুপি ও পাঞ্জাবি পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হক সুমন জানান, খবর পেয়ে গতকাল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু তখন তাঁর সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা মো. রুবেল জানান, সাগর ভাটারখাল ডিসি ঘাটসংলগ্ন মসজিদে প্রতিদিন ফজরের নামাজ আদায় করেন। নামাজ পড়ার জন্য তিনি প্রায়ই ডিসিঘাটে নেমে নদীর পানিতে অজু করেন। আর অজু করার সময় মাথার টুপি ও পাঞ্জাবি খুলে পাশেই রাখেন। গতকাল ভোররাতেও নামাজের জন্য বাসা থেকে বের হন। এরপর আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ডিসিঘাট এলাকা থেকে তাঁর পাঞ্জাবি ও টুপি উদ্ধার করা হয়। আর এরপরই সবাই নিশ্চিত হন, তিনি নদীতে পড়ে গেছেন। তাই ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করা হয়।
সাগরের মা রেণু বেগম জানান, তাঁর ছেলের মৃগীরোগ রয়েছে। এর আগেও অজু করতে গিয়ে একাধিকবার নদীতে পড়ে গিয়েছিলেন। আর তখন ঘাটের লোকজন তাঁকে উদ্ধার করেছেন।
ভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১৫ মিনিট আগেঘাটে নেই চিরচেনা হাঁকডাক। চায়ের দোকানে উচ্চ স্বরে বাজছে না গান। পাওয়া যাচ্ছে না বরফ ভাঙার আওয়াজ। জেলে, শ্রমিক, ব্যাপারী, আড়তদার—সবাই ঝিমিয়ে আছেন। চোখেমুখে হতাশার চাপ। কারণ, শিকারের মৌসুমে ইলিশের আকাল চলছে। নদীতে যাওয়া জেলে নৌকাগুলো শূন্য হাতে ফিরে আসছে।
২১ মিনিট আগেরাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এবি শামীম (১৪) নামে আরও এক শিক্ষার্থী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে মোট পাঁচজন মারা গেল।
২৯ মিনিট আগেহৃদয়বিদারক, মর্মান্তিক, মর্মস্পর্শী। এমনই এক দুর্ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে। বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা শোকবিহ্বল করেছে পুরো দেশকে। দুপুরে ওই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন...
৪৪ মিনিট আগে