Ajker Patrika

অজু করতে গিয়ে রিকশাচালক নিখোঁজ, কীর্তনখোলা নদীতে মিলল লাশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২১ জুলাই ২০২৫, ২২: ৪৪
সাগর হাওলাদারের খোঁজে কীর্তনখোলা নদীতে নামেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গতকাল রোববার এই অভিযান চালান তাঁরা। ছবি: আজকের পত্রিকা
সাগর হাওলাদারের খোঁজে কীর্তনখোলা নদীতে নামেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গতকাল রোববার এই অভিযান চালান তাঁরা। ছবি: আজকের পত্রিকা

বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ সাগর হাওলাদার (৩৮) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে নদীর দপদপিয়া খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর লাশটি উদ্ধার করে পুলিশ। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সাগর বরিশাল নগরীর ভাটারখাল এলাকার বাসিন্দা দলিল উদ্দিনের ছেলে। তিনি রিকশা চালানোর পাশাপাশি বিভিন্ন খাবার হোটেলে পানি সরবরাহের কাজও করতেন। সাগরের মৃগীরোগ ছিল বলে জানিয়েছেন তাঁর মা রেণু বেগম। গতকাল রোববার ভোররাতে ফজরের নামাজের সময় অজু করতে গিয়ে সাগর নদীতে পড়ে যান বলে ধারণা করছেন স্বজনেরা। নদীর পাড়ে তাঁর টুপি ও পাঞ্জাবি পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হক সুমন জানান, খবর পেয়ে গতকাল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু তখন তাঁর সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা মো. রুবেল জানান, সাগর ভাটারখাল ডিসি ঘাটসংলগ্ন মসজিদে প্রতিদিন ফজরের নামাজ আদায় করেন। নামাজ পড়ার জন্য তিনি প্রায়ই ডিসিঘাটে নেমে নদীর পানিতে অজু করেন। আর অজু করার সময় মাথার টুপি ও পাঞ্জাবি খুলে পাশেই রাখেন। গতকাল ভোররাতেও নামাজের জন্য বাসা থেকে বের হন। এরপর আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ডিসিঘাট এলাকা থেকে তাঁর পাঞ্জাবি ও টুপি উদ্ধার করা হয়। আর এরপরই সবাই নিশ্চিত হন, তিনি নদীতে পড়ে গেছেন। তাই ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করা হয়।

সাগরের মা রেণু বেগম জানান, তাঁর ছেলের মৃগীরোগ রয়েছে। এর আগেও অজু করতে গিয়ে একাধিকবার নদীতে পড়ে গিয়েছিলেন। আর তখন ঘাটের লোকজন তাঁকে উদ্ধার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত