জেলেদের প্রকল্পের অর্ধেক টাকা কর্মকর্তাদের পকেটে
একজন জেলের জন্য বরাদ্দ ২০ হাজার টাকা। এই টাকায় কাউকে একটি রিকশাভ্যান, আবার কাউকে কিনে দেওয়া হয়েছে একটি সেলাই মেশিন। সহায়তাপ্রাপ্তরা বলছেন, যে ভ্যান তাঁরা পেয়েছেন, বাজারে তার দাম সর্বোচ্চ ১০ হাজার টাকা।