রিয়ালকে বিধ্বস্ত করার পারফরম্যান্সকে ক্যারিয়ারের সেরা বলছেন গার্দিওলা
শুরু থেকেই যেভাবে সমর্থকদের উজ্জীবিত করছিলেন পেপ গার্দিওলা, তা সাম্প্রতিক সময়ে তাঁর মধ্যে দেখা যায়নি। দলের দ্বিতীয় গোলের পর তো উদ্যাপনটা ছিল বাঁধনহারা। দুই হাত মুষ্টিবদ্ধ করে বাতাসে ছুড়ছিলেন তিনি। অন্যদিকে তৃতীয় গোলের পর নাচের ঢেউ তুলেছিলেন ভক্তরা গ্যালারিতে।