ছেলে আর্লিং হালান্ডের খেলা দেখতে গতকাল সান্টিয়াগো বার্নাব্যুতে গিয়েছিলেন বাবা আলফি হালান্ড। আর খেলা দেখতে গিয়েই নিজেকে লাইমলাইটে এনেছেন হালান্ডের বাবা। রিয়াল মাদ্রিদের ভক্তদের উত্যক্ত করে বহিষ্কার হয়েছেন আলফি।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে গতকাল মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি। বার্নাব্যুর করপোরেট বক্সে বসে ম্যাচ দেখেন আলফি। বক্সের সামনে বসে খেলা দেখছিলেন রিয়ালের সমর্থকেরা। স্পেন ও যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, রিয়ালের সমর্থকদের ক্রমাগত বিরক্ত করতে থাকেন হালান্ডের বাবা। এমনকি স্বাগতিক ভক্তদের লক্ষ্য করে বাদামও ছুড়েছেন তিনি। তাতে বেশিক্ষণ বক্সে বসে খেলা দেখার সৌভাগ্য হয়নি তাঁর। হালান্ডের বাবাকে বক্স থেকে নিরাপত্তাকর্মীরা তাঁকে এবং তাঁর সহযোগীকে বুঝিয়ে-শুনিয়ে বক্স থেকে বের করে দেন।
এই ঘটনার পর আজকে টুইট করেছেন আলফি। টুইটার হালান্ডের বাবা বলেন, ‘ঠিক আছে। আমরা যখন কেডিবির (কেভিন ডি ব্রুইনা) গোল উদযাপন করছিলাম, তখন আরএম (রিয়াল মাদ্রিদ) খুশি ছিল না। একারণে আমাদের চলে যেতে হয়েছিল কারণ আরএম ভক্তরা ১-১ গোলে সন্তুষ্ট ছিল না।’ বার্নাব্যুতে গতকাল সেমিফাইনালের প্রথম লেগ ১-১ গোলে ড্র হলেও ম্যাচ ছিল তুমুল উত্তেজনাপূর্ণ। ৩৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ৬৭ মিনিটে সমতাসূচক গোল করেন কেভিন ডি ব্রুইনা।
ছেলে আর্লিং হালান্ডের খেলা দেখতে গতকাল সান্টিয়াগো বার্নাব্যুতে গিয়েছিলেন বাবা আলফি হালান্ড। আর খেলা দেখতে গিয়েই নিজেকে লাইমলাইটে এনেছেন হালান্ডের বাবা। রিয়াল মাদ্রিদের ভক্তদের উত্যক্ত করে বহিষ্কার হয়েছেন আলফি।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে গতকাল মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি। বার্নাব্যুর করপোরেট বক্সে বসে ম্যাচ দেখেন আলফি। বক্সের সামনে বসে খেলা দেখছিলেন রিয়ালের সমর্থকেরা। স্পেন ও যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, রিয়ালের সমর্থকদের ক্রমাগত বিরক্ত করতে থাকেন হালান্ডের বাবা। এমনকি স্বাগতিক ভক্তদের লক্ষ্য করে বাদামও ছুড়েছেন তিনি। তাতে বেশিক্ষণ বক্সে বসে খেলা দেখার সৌভাগ্য হয়নি তাঁর। হালান্ডের বাবাকে বক্স থেকে নিরাপত্তাকর্মীরা তাঁকে এবং তাঁর সহযোগীকে বুঝিয়ে-শুনিয়ে বক্স থেকে বের করে দেন।
এই ঘটনার পর আজকে টুইট করেছেন আলফি। টুইটার হালান্ডের বাবা বলেন, ‘ঠিক আছে। আমরা যখন কেডিবির (কেভিন ডি ব্রুইনা) গোল উদযাপন করছিলাম, তখন আরএম (রিয়াল মাদ্রিদ) খুশি ছিল না। একারণে আমাদের চলে যেতে হয়েছিল কারণ আরএম ভক্তরা ১-১ গোলে সন্তুষ্ট ছিল না।’ বার্নাব্যুতে গতকাল সেমিফাইনালের প্রথম লেগ ১-১ গোলে ড্র হলেও ম্যাচ ছিল তুমুল উত্তেজনাপূর্ণ। ৩৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ৬৭ মিনিটে সমতাসূচক গোল করেন কেভিন ডি ব্রুইনা।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১১ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
১৪ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১৪ ঘণ্টা আগে