Ajker Patrika

‘৬-০ গোলের জয় আপনি ভেবেছিলেন এটা আমার দোষ নয়’

আপডেট : ১০ মে ২০২৩, ১১: ২১
‘৬-০ গোলের জয় আপনি ভেবেছিলেন এটা আমার দোষ নয়’

দুর্দান্ত সেভের শুরুটা করেছিলেন থিবো কোর্তোয়া আর শেষটা করছেন এডারসন। মাঝের সময়টা ছিল ভিনিসিয়ুস জুনিয়র ও কেভিন ডি ব্রুইনার। ম্যাচে একের জবাব অপরে দিচ্ছিলেন দুর্দান্তভাবে। সেয়ানে সেয়ানে লড়াই। ম্যাচের ফলও ঠিক তাই।

গতকাল চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি কেউ কাউকে হারাতে পারেনি। ১-১ গোলে ড্র হয়েছে সান্তিয়াগো বার্নাব্যুয়ের ম্যাচটি। এই ড্রয়ে সেমির নিষ্পত্তি এখন ইতিহাদে। আগামী সপ্তাহে যে দল জিতবে, তারাই এবারের মৌসুমের ফাইনালে খেলবে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ড্র করায় খুশি পেপ গার্দিওলা। এখন নিজেদের মাঠে ভালো কিছু করতে তিনি তৈরি। তবে ম্যাচ শেষে বেইন স্পোর্টসের এক ক্রীড়া সাংবাদিকের প্রশ্নে অবাক হয়েছেন স্প্যানিশ কোচ। সেই সংবাদকর্মীর প্রশ্নের জবাবও দিয়েছেন নিজের ঢঙেই।

বেইন স্পোর্টসের সাংবাদকর্মী ভেবেছিলেন, রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করবে সিটি। কিন্তু ম্যাচ ১-১ গোলে ড্র হলে নিজেদের চাওয়া বিশাল ব্যবধানের জয়ের বিষয়ে প্রশ্ন করেন গার্দিওলাকে। ম্যানসিটির বস জবাবে বলেন, ‘সবাই কে? আপনি কি জানেন আমরা কার বিপক্ষে খেলছি? আপনার জানা আছে তাদের (রিয়াল) কতগুলো চ্যাম্পিয়নস লিগের শিরোপা রয়েছে? আপনি ভেবেছিলেন আমরা ৬-০ গোলে জিতব, কিন্তু এটা আমার দোষ নয়।’

গতকাল শুরু থেকেই রিয়ালের ওপর প্রভাব বিস্তার করেছিল ম্যানসিটি। কিন্তু রিয়ালের গোলবারে প্রাচীর হয়ে দাঁড়ানো গোলরক্ষক কোর্তোয়ার দৃঢ়তায় গোল পাচ্ছিল না তারা। উল্টো প্রথমার্ধে নিজের ভালো সময়েই গোল হজম করে সিটিজেনরা। শুরু থেকেই নিজেদের মাঠে কাউন্টার আক্রমণের কৌশলে খেলে সুযোগের সদ্ব্যবহার করে দলকে ১-০ গোলের লিড এনে দেন ভিনিসিয়ুস। বক্সের বাইরে থেকে ৩৬ মিনিটে নেওয়া ব্রাজিলিয়ান তারকার গোলটি ছিল অবিশ্বাস্য।

ভিনিসিয়ুসের নেওয়া দুর্দান্ত শটটির জবাব অবশ্য দ্বিতীয়ার্ধে দিয়েছেন ডি ব্রুইনা। বেলজিয়াম মিডফিল্ডারের সমতাসূচক গোলের আগে বেশ কয়েকটি নিশ্চিত গোল প্রতিহত করলেও স্বদেশির নেওয়া এবারের শটটি ঠেকানোর কোনো উপায় ছিল না কোর্তোয়ার। ৬৭ মিনিটের শটটি যে ছিল বুলেট গতির। বলের লাইনে ডাইভ দেওয়ার আগেই জালের সঙ্গে জড়িয়ে যায় ব্রুইনার শট। এরপর দুই দলের আক্রমণভাগের খেলোয়াড়েরা দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেলেও ডিফেন্ডার ও গোলরক্ষকদের কাছে পরাস্ত হন। খেলার একদম শেষ মুহূর্তে হতাশ হন রিয়ালের বদলি মিডফিল্ডার অরিলিয়েঁ চুয়ামেনি। ফরাসি মিডফিল্ডারের তিরের মতো নেওয়া শটটি দুর্দান্ত ক্ষিপ্রতায় প্রতিহত করেন সিটি গোলরক্ষক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত