দীর্ঘ সময় ‘বেকার’ থাকা যেন মরিসিও পচেত্তিনোর কাছে খুব পরিচিত দৃশ্য। কোচের চাকরি একবার চলে গেলে সহজে পান না তিনি। এবার তার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চেলসির দায়িত্ব নিতে যাচ্ছেন এই আর্জেন্টাইন কোচ।
আনুষ্ঠানিক চুক্তি না হলেও পচেত্তিনোর চেলসিতে যাওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। বিবিসি জানিয়েছে, টটেনহামের সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে নতুন কোচ করতে রাজি হয়েছে চেলসি। এই গ্রীষ্মেই তিনি (পচেত্তিনো) ক্লাবটিতে যোগ দিচ্ছেন। পচেত্তিনো সর্বশেষ কোচের দায়িত্ব পালন করেছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। ২০২১ এর ২ জানুয়ারি থেকে ২০২২ এর ৫ জুলাই পর্যন্ত দেড় বছর ছিলেন পিএসজির দায়িত্বে। তাঁর সময়ে প্যারিসিয়ানরা লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছে। পিএসজির আগে টটেনহামের দায়িত্বে ছিলেন পচেত্তিনো। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত স্পার্সের কোচ ছিলেন এই আর্জেন্টাইন।
২০২২ এর মে মাসে চেলসির মালিক হয়েছেন টড বোহেলি। বোহেলি মালিক হওয়ার পর বরখাস্ত হয়েছেন একের পর এক কোচ। গত বছরের সেপ্টেম্বরে দায়িত্ব হারান টমাস টুখেল। দেড় বছরেরও বেশি সময় ব্লুজদের কোচের দায়িত্ব পালন করেন টুখেল। টুখেলের পর আসেন গ্রাহাম পটার। তবে ক্লাবটির পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় সাত মাসও টেকেনি পটারের চাকরি। পটারের পর ব্রুনো সাল্টোর এসে টিকেছেন মাত্র চার দিন। এখন ফ্র্যাংক ল্যাম্পার্ড আছেন অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে।
দীর্ঘ সময় ‘বেকার’ থাকা যেন মরিসিও পচেত্তিনোর কাছে খুব পরিচিত দৃশ্য। কোচের চাকরি একবার চলে গেলে সহজে পান না তিনি। এবার তার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চেলসির দায়িত্ব নিতে যাচ্ছেন এই আর্জেন্টাইন কোচ।
আনুষ্ঠানিক চুক্তি না হলেও পচেত্তিনোর চেলসিতে যাওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। বিবিসি জানিয়েছে, টটেনহামের সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে নতুন কোচ করতে রাজি হয়েছে চেলসি। এই গ্রীষ্মেই তিনি (পচেত্তিনো) ক্লাবটিতে যোগ দিচ্ছেন। পচেত্তিনো সর্বশেষ কোচের দায়িত্ব পালন করেছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। ২০২১ এর ২ জানুয়ারি থেকে ২০২২ এর ৫ জুলাই পর্যন্ত দেড় বছর ছিলেন পিএসজির দায়িত্বে। তাঁর সময়ে প্যারিসিয়ানরা লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছে। পিএসজির আগে টটেনহামের দায়িত্বে ছিলেন পচেত্তিনো। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত স্পার্সের কোচ ছিলেন এই আর্জেন্টাইন।
২০২২ এর মে মাসে চেলসির মালিক হয়েছেন টড বোহেলি। বোহেলি মালিক হওয়ার পর বরখাস্ত হয়েছেন একের পর এক কোচ। গত বছরের সেপ্টেম্বরে দায়িত্ব হারান টমাস টুখেল। দেড় বছরেরও বেশি সময় ব্লুজদের কোচের দায়িত্ব পালন করেন টুখেল। টুখেলের পর আসেন গ্রাহাম পটার। তবে ক্লাবটির পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় সাত মাসও টেকেনি পটারের চাকরি। পটারের পর ব্রুনো সাল্টোর এসে টিকেছেন মাত্র চার দিন। এখন ফ্র্যাংক ল্যাম্পার্ড আছেন অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে।
আন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
২৮ মিনিট আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
১ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
২ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৫ ঘণ্টা আগে