ক্রীড়া ডেস্ক
লিডস ইউনাইটেডের বিপক্ষে জয়ে টানা হ্যাটট্রিক ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আরও নিকটে চলে এলো ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইলকাই গুন্দোয়ানের জোড়ায় ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল সিটিজেনরা। আগামীকাল নিউক্যাসলের বিপক্ষে তাদের মাঠে জিতলে ব্যবধানটা কমিয়ে আনতে পারবে গানাররা।
লিডসের বিপক্ষে প্রথমার্ধেই সিটিজেনদের দুই গোলে এগিয়ে দেন গুন্দোয়ান। রিয়াদ মাহরেজের পাস থেকে ১৯ ও ২৭ মিনিটে গোল দুটি করেন জার্মান মিডফিল্ডার। হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন গুন্দোয়ান। কিন্তু ৮৪ মিনিটে স্পট-কিকে বল জালে পাঠাতে পারেননি। এর ৫৮ সেকেন্ড পর একটি গোল শোধ করে লিডসে সমতায় ফেরানোরও স্বপ্ন দেখান রদ্রিগো।
তবে বাকি সময় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি ৩০ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় থাকা স্যাম অ্যালারডিসের দল। মৌসুমের শেষদিকে এসে লিডসের দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই হারলেন এই ইংলিশ কোচ।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে চেলসি। বোর্নমাউথের বিপক্ষে তাদের মাঠে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-১ গোলে জিতেছে ব্লুজরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ পর জয়ে ফিরল চেলসি। স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় মেয়াদে আসার পর কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এটি প্রথম জয়।
এই জয়ে অবনমনও এড়াল চেলসি। ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে তারা। ম্যাচের বাকি ম্যাচে হারলেও অবনমনে যেতে হবে না তাদের। ৩৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্ট যদি পরের চার ম্যাচেই জেতে তবে তাদের পয়েন্ট হবে ৪২। তখন গোলের হিসেবে এগিয়ে থাকলে চেলসি থাকবে প্রিমিয়ার লিগে।
বোর্নমাউথের মাঠেও ড্র করতে বসেছিল ল্যাম্পার্ডের দল। ৯ মিনিটে কনর গালাঘারের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে ২১ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকেরা। তবে শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে দুটি গোল পায় চেলসি। ৮২ মিনিটে বাদিয়াশিলে এবং ৮৬ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে বড় জয় নিশ্চিত হয় তাদের। আর বুক থেকে পাথরভার নামে চেলসির। গত ১১ মার্চের পর প্রথম জয় বলে কথা।
লিডস ইউনাইটেডের বিপক্ষে জয়ে টানা হ্যাটট্রিক ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আরও নিকটে চলে এলো ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইলকাই গুন্দোয়ানের জোড়ায় ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল সিটিজেনরা। আগামীকাল নিউক্যাসলের বিপক্ষে তাদের মাঠে জিতলে ব্যবধানটা কমিয়ে আনতে পারবে গানাররা।
লিডসের বিপক্ষে প্রথমার্ধেই সিটিজেনদের দুই গোলে এগিয়ে দেন গুন্দোয়ান। রিয়াদ মাহরেজের পাস থেকে ১৯ ও ২৭ মিনিটে গোল দুটি করেন জার্মান মিডফিল্ডার। হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন গুন্দোয়ান। কিন্তু ৮৪ মিনিটে স্পট-কিকে বল জালে পাঠাতে পারেননি। এর ৫৮ সেকেন্ড পর একটি গোল শোধ করে লিডসে সমতায় ফেরানোরও স্বপ্ন দেখান রদ্রিগো।
তবে বাকি সময় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি ৩০ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় থাকা স্যাম অ্যালারডিসের দল। মৌসুমের শেষদিকে এসে লিডসের দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই হারলেন এই ইংলিশ কোচ।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে চেলসি। বোর্নমাউথের বিপক্ষে তাদের মাঠে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-১ গোলে জিতেছে ব্লুজরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ পর জয়ে ফিরল চেলসি। স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় মেয়াদে আসার পর কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এটি প্রথম জয়।
এই জয়ে অবনমনও এড়াল চেলসি। ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে তারা। ম্যাচের বাকি ম্যাচে হারলেও অবনমনে যেতে হবে না তাদের। ৩৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্ট যদি পরের চার ম্যাচেই জেতে তবে তাদের পয়েন্ট হবে ৪২। তখন গোলের হিসেবে এগিয়ে থাকলে চেলসি থাকবে প্রিমিয়ার লিগে।
বোর্নমাউথের মাঠেও ড্র করতে বসেছিল ল্যাম্পার্ডের দল। ৯ মিনিটে কনর গালাঘারের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে ২১ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকেরা। তবে শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে দুটি গোল পায় চেলসি। ৮২ মিনিটে বাদিয়াশিলে এবং ৮৬ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে বড় জয় নিশ্চিত হয় তাদের। আর বুক থেকে পাথরভার নামে চেলসির। গত ১১ মার্চের পর প্রথম জয় বলে কথা।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে