Ajker Patrika

ম্যান সিটিকে ভয় পাচ্ছেন না ক্রুস

আপডেট : ০৯ মে ২০২৩, ১২: ৪৭
ম্যান সিটিকে ভয় পাচ্ছেন না ক্রুস

লা লিগা ধরে রাখা সম্ভব হচ্ছে না। তবে রিয়াল মাদ্রিদ সেই দুঃখ কিছুটা ভুলেছে ওসাসুনাকে হারিয়ে ৯ বছর পর কোপা দেল রে জিতে। লস ব্লাঙ্কোসদের এবার চোখ চ্যাম্পিয়নস লিগ ধরে রাখার দিকে। কোপা দেল রে জয়ের আনন্দের রেশ তরতাজা থাকতেই আরেকটি বড় পরীক্ষায় নামছে কার্লো আনচেলত্তির দল।

আজ নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে আতিথেয়তা দেবে রিয়াল। ওসাসুনার বিপক্ষে জয়ের পর আনচেলত্তি জানিয়েছিলেন, নিজেদের সমর্থকদের সামনে খেলা হওয়ায় ১১ জনের সিটির বিপক্ষে খেলবে ১২ জনের রিয়াল।

গতকাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টনি ক্রুসও এগিয়ে রাখলেন লস ব্লাঙ্কাসদের। বার্নাব্যুর জার্মান মিডফিল্ডার খোঁচাও দিয়েছেন ইংলিশ কিংবদন্তি ওয়েইন রুনিকে। সিটি শত্রু ক্লাব হলেও হয়তো ইংরেজ জাত্যাভিমান থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড দাবি করেছিলেন, এই ম্যাচে ম্যানসিটির সঙ্গে রিয়ালের কোনো তুলনা চলে না!

 স্বাভাবিকভাবে এমন তুলনা পছন্দ হয়নি ক্রুসের। স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি জানিয়েছেন, রুনি একই কথা গত বছরও বলেছিল। প্রথম লেগে নিজেদের মাঠ ইতিহাদে ৪-৩ গোলে জিতলেও মাদ্রিদ সফরে ৩-১ গোলে হারে পেপ গার্দিওলার দল।

চলতি মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্ন দেখছে সিটি। এর আগে গার্দিওলার অধীন প্রিমিয়ার লিগ জিতলেও একটি ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পরতে অধীর অপেক্ষায় থাকা সিটিজেনদের গত বছরের হৃদয় ভাঙার দুঃসহ স্মৃতিই যেন রুনিকে মনে করিয়ে দিলেন ক্রুস, ‘তারা এক বা দুই বছর আগেও বলেছিল। কেউ ভাবেনি আমরা জিতব, তবে আমরা জিতেছি। রুনিও না ভাবা মানুষের একজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত