Ajker Patrika

‘ছন্দে থাকা রিয়ালকে ভয় পাচ্ছে না সিটি’ 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

চ্যাম্পিয়নস লিগ এলেই ভিন্ন রূপে দেখা যায় রিয়াল মাদ্রিদকে। এই প্রতিযোগিতায় তাদেরকে হারানো হয়ে ওঠে কষ্টসাধ্য। আর এই মৌসুমে রিয়ালকে পাল্টা হুংকার দিয়ে রাখলেন বার্নার্দো সিলভা। 

সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে গতকাল কোপা দেল রের ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে রিয়াল। রিয়ালের ইতিহাসে ২০ তম কোপা দেল রে শিরোপা। ৯ বছর পর এই শিরোপা জিতল তারা। আর ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের পর চলতি বছরে দ্বিতীয় শিরোপা জিতল আনচেলত্তির দল। অন্যদিকে নিজেদের সর্বশেষ ২০ ম্যাচে অপরাজিত ম্যানচেস্টার সিটি। পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল-সিটি। সিটির কাছে যা গত মৌসুমের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ। সেমিফাইনালের ম্যাচ প্রসঙ্গে সিলভা বলেন, ‘তাদের (রিয়াল) প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে কোনো ভয় নেই। কেন তাদেরকে ভয় পাব? তাদেরকে হারানোর আত্মবিশ্বাস আমরা গত দুই মাস ধরেই পেয়েছি। আমরা মোমেন্টাম ধরে রাখার চেষ্টা করব। গত মৌসুমে তারা যে চ্যাম্পিয়নস লিগ জিতেছে, সেটা জেনেই বলছি।’ 

চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৪ বার শিরোপা জিতেছে তারা। আর ম্যান সিটি একবার ফাইনাল খেললেও হয়েছে রানার্সআপ। ২০২০-২১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসির কাছে ১-০ গোলে হেরেছিল সিটিজেনরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত