ক্রীড়া ডেস্ক
রেকর্ড যে গড়বেন সেটা মৌসুম শুরুর সময়ই বার্তা দিয়েছিলেন আর্লিং হালান্ড। শুধু অপেক্ষা ছিল সময়ের। সেই অপেক্ষাও শেষ হয়েছে গতকাল। নিজেদের মাঠ ইতিহাদে প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন নরওয়েজীয় তারকা।
৩৫ গোল নিয়ে হালান্ডই এখন লিগটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। সেটা হোক ৩৮ কিংবা ৪২ ম্যাচের।এতদিন ৩৪ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন অ্যালান শিয়েরার ও অ্যান্ডি কোল। ১৯৯৩-৯৪ মৌসুমে শিয়েরার ও ১৯৯৪-৯৫ মৌসুমে কোল ৪২ ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন। আর তাঁদেরকে মাত্র ৩৩ ম্যাচেই ছাড়িয়ে গেছেন ম্যানচেস্টার সিটির তারকা। মৌসুম শেষে গোলের সংখ্যা এখানেই শেষ হচ্ছে না এটা না বললেও চলে।
এমন দারুণ এক কীর্তির জন্য সতীর্থ ও কোচিং স্টাফদের কাজ থেকে গার্ড অব অনার পেয়েছেন হালান্ড। যা সাধারণ খেলোয়াড়দের বিদায় নেওয়ার সময়ই দেখা যায়। আবার সব ফুটবলার যে বিদায়ের সময় এই সম্মান পান সেটা কিন্তু না। সেদিক বিবেচনায় নরওয়েজীয় স্ট্রাইকার প্রথম মৌসুমেই পেলেন। আসলে তিনি যে কীর্তি গড়েছেন সেটা পাওয়ারই যোগ্য।
হালান্ডকে গার্ড অব অনার দেওয়া নিয়ে কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘সে একজন আনন্দদায়ক একজন ফুটবলার। তাঁকে পেয়ে আমরা খুশি। লিগের সর্বোচ্চ গোলের রেকর্ডও হয়তো ভাঙবে, ভবিষ্যতে সেই ভাঙতে পারে। কারণ সে অনেক গোর করবে। অ্যান্ডি কোল ও অ্যালেন শিয়েরার অবিশ্বাস্য স্ট্রাইকার। তবে মনে করি, সে এটির যোগ্য ছিল। আর যখন কোনো বিশেষ উপলক্ষ আসে তখন দেখাতে হয় এটা বিশেষ কিছু।’
হালান্ডের রাতে গার্দিওলারও একটি রেকর্ড হয়েছে। স্প্যানিশ কোচের অধীনে ম্যানসিটি ১০০০ গোল পেয়েছে। ইতিহাদে প্রথমার্ধে ওয়েস্ট হামের বিপক্ষে কোনো গোল করতে না পারলেও বিরতির পর ৩ গোল দেয় স্বাগতিকেরা। গোল তিনটি করেছেন নাথান আকে, হালান্ড ও ফিল ফোডেন। ফোডেনের গোলেই গার্দিওলার স্মরণীয় মুহূর্তটির সৃষ্টি হয়। তাঁদের গোলেই প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়েছে সিটিজেনরা।
এ জয়ে আবারও পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে সিটি। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট তাদের। আর দুইয়ে থাকা আর্সেনাল এক ম্যাচ বেশি খেলেও ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৭৮।
রাতের অন্য ম্যাচে সিটির মতোই ঘরের মাঠে ফুলহামকে হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে ৩৯ মিনিটে মোহাম্মদ সালাহর পেনাল্টিতে প্রতিপক্ষকে ১-০ গোলে হারায় অল রেডরা। এ জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়ার দৌড়টা তাদের এখনও টিকে রয়েছে। তবে ৩৪ ম্যাচে ৫৯ পয়েন্টে সেরা চারে থাকার লড়াইটা বেশ কঠিন তাদের জন্য। তিন ও চারে থাকা নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেড তাদের চেয়ে কম ম্যাচ খেলে পয়েন্টে বেশ এগিয়ে থাকায় সুযোগ পাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
রেকর্ড যে গড়বেন সেটা মৌসুম শুরুর সময়ই বার্তা দিয়েছিলেন আর্লিং হালান্ড। শুধু অপেক্ষা ছিল সময়ের। সেই অপেক্ষাও শেষ হয়েছে গতকাল। নিজেদের মাঠ ইতিহাদে প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন নরওয়েজীয় তারকা।
৩৫ গোল নিয়ে হালান্ডই এখন লিগটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। সেটা হোক ৩৮ কিংবা ৪২ ম্যাচের।এতদিন ৩৪ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন অ্যালান শিয়েরার ও অ্যান্ডি কোল। ১৯৯৩-৯৪ মৌসুমে শিয়েরার ও ১৯৯৪-৯৫ মৌসুমে কোল ৪২ ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন। আর তাঁদেরকে মাত্র ৩৩ ম্যাচেই ছাড়িয়ে গেছেন ম্যানচেস্টার সিটির তারকা। মৌসুম শেষে গোলের সংখ্যা এখানেই শেষ হচ্ছে না এটা না বললেও চলে।
এমন দারুণ এক কীর্তির জন্য সতীর্থ ও কোচিং স্টাফদের কাজ থেকে গার্ড অব অনার পেয়েছেন হালান্ড। যা সাধারণ খেলোয়াড়দের বিদায় নেওয়ার সময়ই দেখা যায়। আবার সব ফুটবলার যে বিদায়ের সময় এই সম্মান পান সেটা কিন্তু না। সেদিক বিবেচনায় নরওয়েজীয় স্ট্রাইকার প্রথম মৌসুমেই পেলেন। আসলে তিনি যে কীর্তি গড়েছেন সেটা পাওয়ারই যোগ্য।
হালান্ডকে গার্ড অব অনার দেওয়া নিয়ে কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘সে একজন আনন্দদায়ক একজন ফুটবলার। তাঁকে পেয়ে আমরা খুশি। লিগের সর্বোচ্চ গোলের রেকর্ডও হয়তো ভাঙবে, ভবিষ্যতে সেই ভাঙতে পারে। কারণ সে অনেক গোর করবে। অ্যান্ডি কোল ও অ্যালেন শিয়েরার অবিশ্বাস্য স্ট্রাইকার। তবে মনে করি, সে এটির যোগ্য ছিল। আর যখন কোনো বিশেষ উপলক্ষ আসে তখন দেখাতে হয় এটা বিশেষ কিছু।’
হালান্ডের রাতে গার্দিওলারও একটি রেকর্ড হয়েছে। স্প্যানিশ কোচের অধীনে ম্যানসিটি ১০০০ গোল পেয়েছে। ইতিহাদে প্রথমার্ধে ওয়েস্ট হামের বিপক্ষে কোনো গোল করতে না পারলেও বিরতির পর ৩ গোল দেয় স্বাগতিকেরা। গোল তিনটি করেছেন নাথান আকে, হালান্ড ও ফিল ফোডেন। ফোডেনের গোলেই গার্দিওলার স্মরণীয় মুহূর্তটির সৃষ্টি হয়। তাঁদের গোলেই প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়েছে সিটিজেনরা।
এ জয়ে আবারও পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে সিটি। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট তাদের। আর দুইয়ে থাকা আর্সেনাল এক ম্যাচ বেশি খেলেও ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৭৮।
রাতের অন্য ম্যাচে সিটির মতোই ঘরের মাঠে ফুলহামকে হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে ৩৯ মিনিটে মোহাম্মদ সালাহর পেনাল্টিতে প্রতিপক্ষকে ১-০ গোলে হারায় অল রেডরা। এ জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়ার দৌড়টা তাদের এখনও টিকে রয়েছে। তবে ৩৪ ম্যাচে ৫৯ পয়েন্টে সেরা চারে থাকার লড়াইটা বেশ কঠিন তাদের জন্য। তিন ও চারে থাকা নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেড তাদের চেয়ে কম ম্যাচ খেলে পয়েন্টে বেশ এগিয়ে থাকায় সুযোগ পাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে