মোস্তাফিজের টানা ‘পাঁচ’
সবশেষ ঈদ সাতক্ষীরার বাড়িতে করেছেন কবে?
প্রশ্নটার উত্তর দিতে বেশ বেগই পেতে হলো মোস্তাফিজুর রহমানকে। একটু ভেবে বললেন, ‘যে বছরে করোনায় সব বন্ধ হয়ে গেল, আমরা সবাই বাড়িতে চলে গেলাম।’ ২০২০ সালে রোজা আর কোরবানির ঈদ বাড়িতে করার সুযোগ হয়েছিল। এরপর একটা লম্বা বিরতি পড়ে গেছে মোস্তাফিজের।