Ajker Patrika

মোস্তাফিজ এই ভালো তো এই খারাপ

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১২: ৩৭
মোস্তাফিজ এই ভালো তো এই খারাপ

এই ভালো, এই খারাপ’-অন্যতম জনপ্রিয় এই গান কি মোস্তাফিজুর রহমান শুনেছেন? হয়তো হ্যাঁ, হয়তোবা না। তবে গতকাল মোস্তাফিজের পারফরম্যান্স দেখে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের এই গান মনে পড়াটাই স্বাভাবিক। 

দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে প্রথম তিন ম্যাচ বসে থাকার পর গতকালই প্রথম সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের দ্বিতীয় ওভারেই তার হাতে বল তুলে দেন ডেভিড ওয়ার্নার। ডট বল দিয়ে শুরু করেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। তবে দ্বিতীয় থেকে চতুর্থ-টানা তিন বলে তিন চার মারেন মুম্বাই ওপেনার ইষান কিষাণ। বেধড়ক পিটুনি খেয়ে শুরু হওয়ায় ফিজকে পাওয়ারপ্লেতে আর বোলিংয়ে আনেননি ওয়ার্নার। 

পাওয়ারপ্লেতে আর বোলিং না পাওয়া ফিজ এরপর বোলিংয়ে আসেন ১৫ তম ওভারে। ওভারের প্রথম দুই বল থেকে রোহিত শর্মা কোনো রান নিতে পারেননি। তৃতীয় বলে ঝুঁকিপূর্ণ এক রান নেন রোহিত। এরপর আবার টানা দুই ডট বল দেন ফিজ। শেষ বলে এবার এক রান নিয়েছেন তিলক ভার্মা। এই ওভারে ২ রান দিয়ে মুম্বাইয়ের ওপর চাপ বাড়ান বাংলাদেশের এই বাঁহাতি পেসার। শেষ পাঁচ ওভারে মুম্বাইয়ের জয়ের জন্য দরকার হয় ৫০ রান। 

এক ওভার বিরতিতে আবার বোলিংয়ে এলেন মোস্তাফিজ। ১৭ তম ওভারের প্রথম বলে ফিজের ফুলটস থেকে চার মারেন রোহিত। চার হজম করার পর দারুণভাবে ঘুরে দাঁড়ান ফিজ। রোহিতকে টানা তিন বল ডট দেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। পঞ্চম বলে পেয়ে যান ভারতীয় এই ব্যাটারের উইকেট। আউটসাইড এজ হয়ে যাওয়া বল দারুণভাবে তালুবন্দী করেন দিল্লির উইকেটরক্ষক অভিষেক পোরেল। শেষ বলে অবশ্য ক্যামেরন গ্রিনের কাছে চার হজম করেন ফিজ। 

বোলিংয়ের চূড়ান্ত পরীক্ষা দিতে ১৯ তম ওভারে আক্রমণে আসেন ফিজ। শেষ দুই ওভারে মুম্বাইয়ের জিততে দরকার ছিল ২০ রান। ওভারের প্রথম তিন বল থেকে মুম্বাই নেয় ২ রান। চতুর্থ বলে ডিপ মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা মারেন গ্রিন। পরের বলে সিঙ্গেল নেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। ওভারের শেষ বলে আরও এক ছক্কা হজম করেন মোস্তাফিজ। ফিজের অফকাটার বলকে লং-অনের ওপর দিয়ে ছক্কা মারেন ডেভিড। তাতে মুম্বাইয়ের জয়ের জন্য শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৫ রানের। আর এবারের আইপিএলে প্রথম সুযোগ পেয়ে ৪ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। 
 
টি-টোয়েন্টির দারুণ ফর্ম নিয়েই এবার আইপিএল খেলতে যান মোস্তাফিজ। এবছর বাংলাদেশ খেলেছে ৬ টি-টোয়েন্টি, এর পাঁচটিতেই খেলেছেন তিনি। ৫ ম্যাচে ৬.১১ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করেন তিনি। ৪ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত