দিল্লি ক্যাপিটেলসের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজুর রহমানের ‘উপস্থিতি’ মুগ্ধ করার মতোই! গতকাল রাতেও ফিজকে নিয়ে আলাদা পোস্ট দিয়েছে দিল্লি। ফিল্ডিং অনুশীলনে বাংলাদেশ পেসার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। সেই দৃষ্টির কথা উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছে দিল্লি।
দিল্লির পেজে মোস্তাফিজের ছবি পোস্ট মানেই বাংলাদেশের দর্শকদের প্রতিক্রিয়া, মন্তব্য, শেয়ারে ভেসে যাওয়া। আর পোস্টে ‘রিচ’ যে কোন মাত্রায় পৌঁছে, সে উপাত্ত না দেখেই বোঝা যায়। একটা উদাহরণ দেওয়া যাক, গতকাল দলের অনুশীলনের চারটি ছবি পোস্ট করেছে দিল্লিতে। সেটিতে রিঅ্যাকশন আজ বিকেল ৫টা পর্যন্ত ২৫ হাজার। আর শুধু মোস্তাফিজের ছবিতেই রিঅ্যাকশন ৭৮ হাজার। গত ১ এপ্রিল দলে যোগ দেওয়ার পর থেকে গতকাল পর্যন্ত শুধু ফিজকে নিয়েই আলাদা ৮টি পোস্ট করা হয়েছে দিল্লির ফেসবুক পেজে। একাদশের বাইরে থাকা আর কোনো ক্রিকেটারকে নিয়ে কি এত পোস্ট করেছে কোনো ফ্র্যাঞ্চাইজি?
দিল্লির ফেসবুক পেজে ‘সরব’ থাকলেও ম্যাচের সময় ডাগআউটে ‘নীরব’ই কাটছে মোস্তাফিজের। আজ ঘরের মাঠে দিল্লির প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানস। আজ কি মোস্তাফিজ একাদশে থাকবেন কি না, সেটি অবশ্য খেলা শুরুর আগে জানার উপায় নেই। তবে একাদশে জায়গা পেতে তাঁকে যাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, সেই এনরিক নর্কিয়ার ফর্মও ভালো নয়। ২ ম্যাচে ২ উইকেট, প্রোটিয়া ফাস্টে বোলারের ইকোনমি রেট ১০.৩৭। নর্কিয়ার বাজে ফর্মই একাদশের দরজা খুলে দিতে পারে মোস্তাফিজের সামনে।
এখানে অবশ্য আরেকটি সমীকরণও আছে, দিল্লির স্থানীয় পেসারদের মধ্যে খলিল আহমেদ আর চেতন সাকারিয়া—দুজনই বাঁহাতি। স্কোয়াডে দেশি-বিদেশি মিলিয়ে তিন বাঁহাতি পেসার থাকায় দলের সমন্বয় মেলাতেও মোস্তাফিজকে একাদশের বাইরে থাকতে হচ্ছে। পয়েন্ট টেবিলে দিল্লির অবস্থান একেবারের তলানিতে। টানা তিন ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি তারা। আজ একাদশে তারা কেমন পরিবর্তন আনে, সেটাই দেখার।
দিল্লি ক্যাপিটেলসের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজুর রহমানের ‘উপস্থিতি’ মুগ্ধ করার মতোই! গতকাল রাতেও ফিজকে নিয়ে আলাদা পোস্ট দিয়েছে দিল্লি। ফিল্ডিং অনুশীলনে বাংলাদেশ পেসার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। সেই দৃষ্টির কথা উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছে দিল্লি।
দিল্লির পেজে মোস্তাফিজের ছবি পোস্ট মানেই বাংলাদেশের দর্শকদের প্রতিক্রিয়া, মন্তব্য, শেয়ারে ভেসে যাওয়া। আর পোস্টে ‘রিচ’ যে কোন মাত্রায় পৌঁছে, সে উপাত্ত না দেখেই বোঝা যায়। একটা উদাহরণ দেওয়া যাক, গতকাল দলের অনুশীলনের চারটি ছবি পোস্ট করেছে দিল্লিতে। সেটিতে রিঅ্যাকশন আজ বিকেল ৫টা পর্যন্ত ২৫ হাজার। আর শুধু মোস্তাফিজের ছবিতেই রিঅ্যাকশন ৭৮ হাজার। গত ১ এপ্রিল দলে যোগ দেওয়ার পর থেকে গতকাল পর্যন্ত শুধু ফিজকে নিয়েই আলাদা ৮টি পোস্ট করা হয়েছে দিল্লির ফেসবুক পেজে। একাদশের বাইরে থাকা আর কোনো ক্রিকেটারকে নিয়ে কি এত পোস্ট করেছে কোনো ফ্র্যাঞ্চাইজি?
দিল্লির ফেসবুক পেজে ‘সরব’ থাকলেও ম্যাচের সময় ডাগআউটে ‘নীরব’ই কাটছে মোস্তাফিজের। আজ ঘরের মাঠে দিল্লির প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানস। আজ কি মোস্তাফিজ একাদশে থাকবেন কি না, সেটি অবশ্য খেলা শুরুর আগে জানার উপায় নেই। তবে একাদশে জায়গা পেতে তাঁকে যাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, সেই এনরিক নর্কিয়ার ফর্মও ভালো নয়। ২ ম্যাচে ২ উইকেট, প্রোটিয়া ফাস্টে বোলারের ইকোনমি রেট ১০.৩৭। নর্কিয়ার বাজে ফর্মই একাদশের দরজা খুলে দিতে পারে মোস্তাফিজের সামনে।
এখানে অবশ্য আরেকটি সমীকরণও আছে, দিল্লির স্থানীয় পেসারদের মধ্যে খলিল আহমেদ আর চেতন সাকারিয়া—দুজনই বাঁহাতি। স্কোয়াডে দেশি-বিদেশি মিলিয়ে তিন বাঁহাতি পেসার থাকায় দলের সমন্বয় মেলাতেও মোস্তাফিজকে একাদশের বাইরে থাকতে হচ্ছে। পয়েন্ট টেবিলে দিল্লির অবস্থান একেবারের তলানিতে। টানা তিন ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি তারা। আজ একাদশে তারা কেমন পরিবর্তন আনে, সেটাই দেখার।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
৫ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৭ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৮ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৮ ঘণ্টা আগে