Ajker Patrika

মোস্তাফিজ কি শুধু দিল্লির ‘ফেসবুকে’ই থাকবেন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৭: ৩৮
Thumbnail image

দিল্লি ক্যাপিটেলসের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজুর রহমানের ‘উপস্থিতি’ মুগ্ধ করার মতোই! গতকাল রাতেও ফিজকে নিয়ে আলাদা পোস্ট দিয়েছে দিল্লি। ফিল্ডিং অনুশীলনে বাংলাদেশ পেসার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। সেই দৃষ্টির কথা উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছে দিল্লি।

দিল্লির পেজে মোস্তাফিজের ছবি পোস্ট মানেই বাংলাদেশের দর্শকদের প্রতিক্রিয়া, মন্তব্য, শেয়ারে ভেসে যাওয়া। আর পোস্টে ‘রিচ’ যে কোন মাত্রায় পৌঁছে, সে উপাত্ত না দেখেই বোঝা যায়। একটা উদাহরণ দেওয়া যাক, গতকাল দলের অনুশীলনের চারটি ছবি পোস্ট করেছে দিল্লিতে। সেটিতে রিঅ্যাকশন আজ বিকেল ৫টা পর্যন্ত ২৫ হাজার। আর শুধু মোস্তাফিজের ছবিতেই রিঅ্যাকশন ৭৮ হাজার। গত ১ এপ্রিল দলে যোগ দেওয়ার পর থেকে গতকাল পর্যন্ত শুধু ফিজকে নিয়েই আলাদা ৮টি পোস্ট করা হয়েছে দিল্লির ফেসবুক পেজে। একাদশের বাইরে থাকা আর কোনো ক্রিকেটারকে নিয়ে কি এত পোস্ট করেছে কোনো ফ্র্যাঞ্চাইজি?

দিল্লির ফেসবুক পেজে ‘সরব’ থাকলেও ম্যাচের সময় ডাগআউটে ‘নীরব’ই কাটছে মোস্তাফিজের। আজ ঘরের মাঠে দিল্লির প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানস। আজ কি মোস্তাফিজ একাদশে থাকবেন কি না, সেটি অবশ্য খেলা শুরুর আগে জানার উপায় নেই। তবে একাদশে জায়গা পেতে তাঁকে যাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, সেই এনরিক নর্কিয়ার ফর্মও ভালো নয়। ২ ম্যাচে ২ উইকেট, প্রোটিয়া ফাস্টে বোলারের ইকোনমি রেট ১০.৩৭। নর্কিয়ার বাজে ফর্মই একাদশের দরজা খুলে দিতে পারে মোস্তাফিজের সামনে।

এখানে অবশ্য আরেকটি সমীকরণও আছে, দিল্লির স্থানীয় পেসারদের মধ্যে খলিল আহমেদ আর চেতন সাকারিয়া—দুজনই বাঁহাতি। স্কোয়াডে দেশি-বিদেশি মিলিয়ে তিন বাঁহাতি পেসার থাকায় দলের সমন্বয় মেলাতেও মোস্তাফিজকে একাদশের বাইরে থাকতে হচ্ছে। পয়েন্ট টেবিলে দিল্লির অবস্থান একেবারের তলানিতে। টানা তিন ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি তারা। আজ একাদশে তারা কেমন পরিবর্তন আনে, সেটাই দেখার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত