নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়া কাপের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। এ দলই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যা শুরু হবে ৩০ আগস্ট সিলেটে।
প্রায় তিন বছর পর জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরলেন নুরুল হাসান সোহান। সবশেষ তাঁকে দেখা গিয়েছিল ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর পর থেকে একাধিক সিরিজে বাংলাদেশ দলে জায়গা হয়নি তাঁর। ছিলেন না শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলেও। তাতে প্রশ্ন উঠে গিয়েছিল, সোহানের ক্যারিয়ার কি শেষ? অবশেষে নির্বাচকেরা আবারও আস্থা রাখলেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটারের ওপর।
অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি খেলতে ‘এ’ দলের সঙ্গে পাঠানো হয়েছিল জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে। সেখানে নজর কাড়েন সাইফ হাসান। পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৩২ বলে ৫৭ রান করে জেতান দলকে, মেলবোর্ন স্টারস একাডেমির বিপক্ষে খেলেন ৩৫ বলে ৪৫ রানের ইনিংস। শুধু ব্যাটে নয়, বল হাতেও রেখেছেন প্রভাব। গ্লোবাল টি–টোয়েন্টি টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে দলকে জেতান তিনি। ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরিয়ে দিয়েছে।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলে সুযোগ পাওয়া নাঈম শেখ এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দলে জায়গা পাননি। ধারাবাহিকতার অভাবই তাঁর অনুপস্থিতির কারণ হিসেবে ধরা হচ্ছে। ছুটিতে থাকা মেহেদী হাসান মিরাজও এশিয়া কাপের মূল দলে সুযোগ পাননি, যদিও তাঁর ছুটি শেষ হওয়ার কথা ছিল টুর্নামেন্ট শুরুর আগেই।
এশিয়া কাপের জন্য আলাদা করে চার ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। তাঁরা হলেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। প্রয়োজন হলে টুর্নামেন্ট চলাকালে মূল দলে যুক্ত করা হতে পারে তাঁদের।
সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপপর্বে লিটনদের পরের দুটি ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।
নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও সাইফ উদ্দিন।
স্ট্যান্ডবাই: মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
এশিয়া কাপের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। এ দলই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যা শুরু হবে ৩০ আগস্ট সিলেটে।
প্রায় তিন বছর পর জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরলেন নুরুল হাসান সোহান। সবশেষ তাঁকে দেখা গিয়েছিল ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর পর থেকে একাধিক সিরিজে বাংলাদেশ দলে জায়গা হয়নি তাঁর। ছিলেন না শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলেও। তাতে প্রশ্ন উঠে গিয়েছিল, সোহানের ক্যারিয়ার কি শেষ? অবশেষে নির্বাচকেরা আবারও আস্থা রাখলেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটারের ওপর।
অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি খেলতে ‘এ’ দলের সঙ্গে পাঠানো হয়েছিল জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে। সেখানে নজর কাড়েন সাইফ হাসান। পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৩২ বলে ৫৭ রান করে জেতান দলকে, মেলবোর্ন স্টারস একাডেমির বিপক্ষে খেলেন ৩৫ বলে ৪৫ রানের ইনিংস। শুধু ব্যাটে নয়, বল হাতেও রেখেছেন প্রভাব। গ্লোবাল টি–টোয়েন্টি টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে দলকে জেতান তিনি। ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরিয়ে দিয়েছে।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলে সুযোগ পাওয়া নাঈম শেখ এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দলে জায়গা পাননি। ধারাবাহিকতার অভাবই তাঁর অনুপস্থিতির কারণ হিসেবে ধরা হচ্ছে। ছুটিতে থাকা মেহেদী হাসান মিরাজও এশিয়া কাপের মূল দলে সুযোগ পাননি, যদিও তাঁর ছুটি শেষ হওয়ার কথা ছিল টুর্নামেন্ট শুরুর আগেই।
এশিয়া কাপের জন্য আলাদা করে চার ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। তাঁরা হলেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। প্রয়োজন হলে টুর্নামেন্ট চলাকালে মূল দলে যুক্ত করা হতে পারে তাঁদের।
সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপপর্বে লিটনদের পরের দুটি ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।
নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও সাইফ উদ্দিন।
স্ট্যান্ডবাই: মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক বছরও বাকি নেই। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই তিন দেশ মিলে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ২৩তম আসর। এবার জানা গেল ফুটবল বিশ্বকাপের গ্রুপিংয়ের দিনক্ষণ।
৭ মিনিট আগেবায়ার্ন মিউনিখে এসে গোলমেশিন হয়ে উঠেছেন হ্যারি কেইন। নিয়মিত গোল করে গড়ে যাচ্ছেন একের পর এক রেকর্ড। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে মাত্র ১৩ মিনিটে করেছেন হ্যাটট্রিক।
১ ঘণ্টা আগেতিন বছর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফিরেছেন সাকিব আল হাসান। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বলার মতো কিছুই যে করতে পারছেন না তিনি। ব্যাটিং, বোলিং সব বিভাগেই ব্যর্থ। এবার তাঁর দল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস হেরেছে অনেক বাজেভাবে। ৪৬ বছর বয়সী ইমরান তাহিরের লেগস্পিনের জাদুতেই মূলত
১ ঘণ্টা আগেছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে অন্য অ্যাথলেটদের চেয়ে অনেকটা দূরত্ব নিয়েই ফিনিশিং লাইন স্পর্শ করেন নৌবাহিনীর ইমরানুর রহমান। কিন্তু মেয়েদের ১০০ মিটারে ঘটল বিতর্ক। সুমাইয়া দেওয়ান নাকি শিরিন আক্তার—কে প্রথম হন, তা জানতে অপেক্ষা করতে হলো ঘণ্টাখানেক
১৬ ঘণ্টা আগে