Ajker Patrika

দিল্লির একাদশে নেই মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

মোহাম্মদ রিজওয়ানের মতো ক্রিকেট খেলা হলো না মোস্তাফিজুর রহমানের। বিপিএলে খেলতে সকালে বাংলাদেশে এসেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে মাঠে নেমেছিলেন পাকিস্তানের ব্যাটার। আজ মোস্তাফিজুরেরও আইপিএলে তেমনিভাবে খেলতে নামার সুযোগ ছিল। 

দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে আজ সকালে চার্টার্ড ফ্লাইটে ভারতে গিয়েছিলেন মোস্তাফিজ। তবে দিল্লি নিজেদের প্রথম ম্যাচে মোস্তাফিজকে একাদশে না রাখায় রিজওয়ানের মতো খেলতে নামা হয়নি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে চারজন বিদেশি ব্যাটার নামিয়েছে দলটি। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে দলে জায়গা পেয়েছেন মিচেল মার্শ, রাইলি রুশো ও রোভমান পাওয়েল। একাদশে বিদেশি কোটা পূর্ণ হওয়ায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও খেলার সুযোগ পাবেন না বাংলাদেশি পেসার। 

দিল্লির বিদেশি বোলার হিসেবে দুই দক্ষিণ আফ্রিকান বোলার এনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিডি দলের সঙ্গে যুক্ত না হওয়ায় মোস্তাফিজের খেলার সম্ভাবনা ছিল আজ। তবে দিল্লির কোচিং প্যানেল স্থানীয় বোলারদের ওপর ভরসা করায় বাংলাদেশি পেসারের নামার সুযোগ হয়নি। 

ভারতে যাওয়ার সময় সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন মোস্তাফিজ লিখেছেন, ‘২০২৩ আইপিএল খেলতে ভারতে যাচ্ছি। দিল্লি ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে আর তর সইছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত