Ajker Patrika

চুরি হওয়া ব্যাট ও ক্রিকেট সরঞ্জাম ফিরে পেলেন মোস্তাফিজ-ওয়ার্নারেরা

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৯: ৫৩
চুরি হওয়া ব্যাট ও ক্রিকেট সরঞ্জাম ফিরে পেলেন মোস্তাফিজ-ওয়ার্নারেরা

এবারের আইপিএলে কঠিন এক সময়ই পার করছে দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গতকালের জয়ের আগে টানা পাঁচ ম্যাচ হেরে বসে তারা। এমন দুঃস্বপ্নের সময় আবার দলের বেশ কয়েকজন ক্রিকেটারের ব্যাট-প্যাড ও অন্যান্য ক্রিকেট সরঞ্জামাদি চুরি হয়।

গতকাল নিজেদের ষষ্ঠ ম্যাচের আগে ঘটনাটি ঘটে। তবে পরে ম্যাচে তার প্রভাব পড়তে দেয়নি ডেভিড ওয়ার্নার-মিচেল মার্শরা। কলকাতাকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে তাঁরা। আর আজ জয়ের মতোই সুসংবাদ দিলেন অধিনায়ক ওয়ার্নার। হারানো ব্যাট-বলসহ অধিকাংশ সরঞ্জামাদি ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার।

নিজের ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্নার। তিনি ব্যাট, প্যাড ও গ্লাভসের ছবি দিয়ে লিখেছেন, ‘তারা অপরাধীদের খুঁজে পেয়েছে। কিছু জিনিস এখনো পাওয়া যায়নি। ধন্যবাদ আপনাদের।’

বেঙ্গালুরুতে গত শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৩ রানে হেরে পরদিন দিল্লিতে ফেরার পর ১৬টি ব্যাট, প্যাড, জুতা, থাই প্যাড ও গ্লাভস চুরি হয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন মোস্তাফিজ-ওয়ার্নারেরা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাঁচটি চুরি হয়েছে ভারতীয় তরুণ ব্যাটার ইয়াশ ধুলের। ওয়ার্নার ও ফিল সল্টের তিনটি করে এবং মিচেল মার্শ দুটি ব্যাট হারিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত