‘প্রপার ম্যাচ ডে ভাইবস ফিচার ফিজি’—আজ সকালে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজ আজ রাজস্থানের বিপক্ষে খেলবেন—এ পোস্টে সেটি নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে কিছুটা ইঙ্গিতপূর্ণ পোস্টে বাংলাদেশের দর্শক-সমর্থকদের মৃদু আশা জেগেছিল ফিজ হয়তো একাদশে সুযোগ পেলেও পেতে পারেন।
যথারীতি এ ম্যাচেও ডাগআউটে মোস্তাফিজ। সামাজিক মাধ্যমে বাংলাদেশি পেসারকে নিয়ে দিল্লির ওই পোস্টে তাই বিকেল ৫টা পর্যন্ত পড়েছে ৬-৭ হাজার ‘হা হা’ রিঅ্যাকশন। বেশির ভাগ মন্তব্যকারীই বাংলাদেশি সমর্থক। সেখানে নানা তির্যক, ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন তাঁরা। মোস্তাফিজকে একাদশে না নেওয়ায় দিল্লির প্রতিপক্ষ দলকে সমর্থনের ঘোষণাও তাঁরা দিচ্ছেন। কেউ কেউ মনে করছেন, বাংলাদেশি দর্শকদের ‘আবেগ নিয়ে খেলছে’ দিল্লি। কেউ আবার মনে করছেন, বাংলাদেশি ফ্যান বেজ কাজে লাগিয়ে সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে দিল্লি।
গতকালও মোস্তাফিজের অনুশীলনের একটি ছবি পোস্ট করেছিল দিল্লিতে। দিল্লি ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া টিম এটা ভালো করেই বুঝেছে, ফিজের কিছু পোস্ট করলে তাদের পেজের রিচ বেড়ে যায় বহগুণ। মিজানুর রহমান সবুজ নামের এক দর্শক ফিজের গতকালের ছবিতে কমেন্ট করেছেন এভাবে, ‘দিল্লি ক্যাপিটাল বি লাইক: পেইজের রিচ বাড়ানো দরকার। যাই মোস্তাফিজের একটা পিক আপলোড দিয়ে আসি!’
সামাজিক মাধ্যমে বাংলাদেশি ক্রিকেটারদের মোক্ষম ব্যবহার আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো আগে থেকেই করে আসছে। কলকাতা নাইট রাইডার্স যেমন সাকিব আল হাসান–লিটন দাসকে নিয়ে গত তিন মাসে অন্তত দশের অধিক পোস্ট করেছে। এটির সঙ্গে আসলে খেলার কোনো সম্পর্ক নেই।
একাদশে জায়গা পেতে মোস্তাফিজকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে এনরিখ নরকিয়া। শুধু ফিজ নন; বিদেশি কোটায় একাদশে ধারাবাহিক সুযোগ পেতে যথেষ্ট পরীক্ষা দিতে হয় সব তারকা ক্রিকেটারকেই। গুয়াহাটিতে আজ রাজস্থানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া দিল্লি দলে বিদেশি কোটায় নরকিয়ার সঙ্গে খেলছেন ডেভিড ওয়ার্নার, রাইলি রুশো ও রোভমান পাওয়েল।
এ নিয়ে টানা তিন ম্যাচে মোস্তাফিজকে থাকতে হয়েছে ডাগআউটে। গত ১ এপ্রিল যেভাবে বিশেষ বিমানে মোস্তাফিজকে উড়িয়ে নেওয়া হয়েছিল ভারতে, অনেকে ভেবেছিলেন এবার বাংলাদেশ পেসার হয়তো দ্রুতই সুযোগ পাবেন একাদশে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। একাদশে সুযোগ না পেলেও ফিজ অবশ্য দিল্লি ক্যাপিটালসের ফেসবুক অর্থাৎ সামাজিক মাধ্যমে ভালোই গুরুত্ব পাচ্ছেন। মোস্তাফিজের ছবি পোস্ট মানেই যে হাজার হাজার রিঅ্যাকশন, কমেন্ট আর শেয়ারে প্লাবিত হওয়া। পোস্টের রিচ মুহূর্তেই আকাশছোঁয়া। বাংলাদেশের দর্শকদের আবেগকে কাজে লাগানোর এ সুযোগ দিল্লি হাতছাড়া করতে চাইছে না।
‘প্রপার ম্যাচ ডে ভাইবস ফিচার ফিজি’—আজ সকালে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজ আজ রাজস্থানের বিপক্ষে খেলবেন—এ পোস্টে সেটি নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে কিছুটা ইঙ্গিতপূর্ণ পোস্টে বাংলাদেশের দর্শক-সমর্থকদের মৃদু আশা জেগেছিল ফিজ হয়তো একাদশে সুযোগ পেলেও পেতে পারেন।
যথারীতি এ ম্যাচেও ডাগআউটে মোস্তাফিজ। সামাজিক মাধ্যমে বাংলাদেশি পেসারকে নিয়ে দিল্লির ওই পোস্টে তাই বিকেল ৫টা পর্যন্ত পড়েছে ৬-৭ হাজার ‘হা হা’ রিঅ্যাকশন। বেশির ভাগ মন্তব্যকারীই বাংলাদেশি সমর্থক। সেখানে নানা তির্যক, ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন তাঁরা। মোস্তাফিজকে একাদশে না নেওয়ায় দিল্লির প্রতিপক্ষ দলকে সমর্থনের ঘোষণাও তাঁরা দিচ্ছেন। কেউ কেউ মনে করছেন, বাংলাদেশি দর্শকদের ‘আবেগ নিয়ে খেলছে’ দিল্লি। কেউ আবার মনে করছেন, বাংলাদেশি ফ্যান বেজ কাজে লাগিয়ে সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে দিল্লি।
গতকালও মোস্তাফিজের অনুশীলনের একটি ছবি পোস্ট করেছিল দিল্লিতে। দিল্লি ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া টিম এটা ভালো করেই বুঝেছে, ফিজের কিছু পোস্ট করলে তাদের পেজের রিচ বেড়ে যায় বহগুণ। মিজানুর রহমান সবুজ নামের এক দর্শক ফিজের গতকালের ছবিতে কমেন্ট করেছেন এভাবে, ‘দিল্লি ক্যাপিটাল বি লাইক: পেইজের রিচ বাড়ানো দরকার। যাই মোস্তাফিজের একটা পিক আপলোড দিয়ে আসি!’
সামাজিক মাধ্যমে বাংলাদেশি ক্রিকেটারদের মোক্ষম ব্যবহার আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো আগে থেকেই করে আসছে। কলকাতা নাইট রাইডার্স যেমন সাকিব আল হাসান–লিটন দাসকে নিয়ে গত তিন মাসে অন্তত দশের অধিক পোস্ট করেছে। এটির সঙ্গে আসলে খেলার কোনো সম্পর্ক নেই।
একাদশে জায়গা পেতে মোস্তাফিজকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে এনরিখ নরকিয়া। শুধু ফিজ নন; বিদেশি কোটায় একাদশে ধারাবাহিক সুযোগ পেতে যথেষ্ট পরীক্ষা দিতে হয় সব তারকা ক্রিকেটারকেই। গুয়াহাটিতে আজ রাজস্থানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া দিল্লি দলে বিদেশি কোটায় নরকিয়ার সঙ্গে খেলছেন ডেভিড ওয়ার্নার, রাইলি রুশো ও রোভমান পাওয়েল।
এ নিয়ে টানা তিন ম্যাচে মোস্তাফিজকে থাকতে হয়েছে ডাগআউটে। গত ১ এপ্রিল যেভাবে বিশেষ বিমানে মোস্তাফিজকে উড়িয়ে নেওয়া হয়েছিল ভারতে, অনেকে ভেবেছিলেন এবার বাংলাদেশ পেসার হয়তো দ্রুতই সুযোগ পাবেন একাদশে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। একাদশে সুযোগ না পেলেও ফিজ অবশ্য দিল্লি ক্যাপিটালসের ফেসবুক অর্থাৎ সামাজিক মাধ্যমে ভালোই গুরুত্ব পাচ্ছেন। মোস্তাফিজের ছবি পোস্ট মানেই যে হাজার হাজার রিঅ্যাকশন, কমেন্ট আর শেয়ারে প্লাবিত হওয়া। পোস্টের রিচ মুহূর্তেই আকাশছোঁয়া। বাংলাদেশের দর্শকদের আবেগকে কাজে লাগানোর এ সুযোগ দিল্লি হাতছাড়া করতে চাইছে না।
পাঁচ মাসের বেশি সময় ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। সবশেষ গত বছর নভেম্বরে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র পান। তবে সাকিবকে আবার মাঠে কবে দেখা যাবে
২৩ মিনিট আগেচলতি মৌসুমে রক্ষণ বেশ ধুঁকেছে রিয়াল মাদ্রিদ। ট্রফিশূন্য থেকেই শেষ করতে হচ্ছে মৌসুম। তবে আগামী মৌসুমে নিজেদের শক্তিশালী করে গড়ে তুলতে চায় স্প্যানিশ জায়ান্টরা। মৌসুম শেষের আগেই তোড়জোড় চলছে নতুন খেলোয়াড় ভেড়ানোর দৌড়ে। এরই মধ্যে কয়েকটি সাইনও করিয়েছে তারা। আলেকজান্ডার অর্নল্ডের পর নতুন একজন সেন্টার...
১ ঘণ্টা আগেপাঁচ মাস পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। শারজায় আরব আমিরাতের বিপক্ষে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন লিটন দাসরা। জাতীয় দলের লম্বা বিরতি গেলেও ক্রিকেটাররা অবশ্য মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটামুটি সবাই ছিলেন। পাকিস্তান সুপার লিগে...
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই...
৪ ঘণ্টা আগে