Ajker Patrika

আজ কি একাদশে সুযোগ মিলবে মোস্তাফিজের

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৩: ৫৪
আজ কি একাদশে সুযোগ মিলবে মোস্তাফিজের

ভাড়া করা বিমানে মোস্তাফিজুর রহমানকে তড়িঘড়ি করে নিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। তবে এখনো পর্যন্ত ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটা ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। সেখানে আজ দিল্লির তৃতীয় ম্যাচের আগে অনেক ভক্ত-সমর্থকেরই প্রশ্ন, এবারও কি ডাগআউটে বসে সময় কাটবে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের? 

মোস্তাফিজ ছাড়া দিল্লি এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, গুজরাট টাইটান্স—এ দুই দলের বিপক্ষে বাজেভাবে হেরেছে তাঁর দল। দুটো ম্যাচেই দিল্লির বোলিং দুর্বলতা চোখে পড়েছে। বিশেষ করে পেস বোলিং বিভাগ যারপরনাই ব্যর্থ হয়েছে। লক্ষ্ণৌর বিপক্ষে চেতন সাকারিয়া ২ উইকেট পেয়েছেন ঠিকই, তবে তিনি বেশ খরুচে বোলিং করেছেন। ৪ ওভার বোলিং করে ৫৩ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর বিদেশি পেসারদের মধ্যে মোস্তাফিজ ছাড়া আছেন লুঙ্গি এনগিদি ও অ্যানরিখ নরকিয়া। এনগিদি কোনো ম্যাচ না খেললেও নরকিয়া খেলেছেন এক ম্যাচ। খরুচে বোলিং করেছেন নরকিয়াও। গুজরাটের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। 

এ ছাড়া দিল্লির বিদেশি ক্রিকেটাররা আশানুরূপ পারফর্ম করতে পারছেন না। পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ এখনো পর্যন্ত ব্যাটিংয়ে দুই অঙ্ক ছুঁতে পারেননি। লক্ষ্ণৌর বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছেন আর গুজরাটের বিপক্ষে করেছেন ৪ রান। দ্বিতীয় ম্যাচ বোলিং করে নিয়েছেন ১ উইকেট। ৩.১ ওভার বোলিং করে খরচ করেছেন ২৪ রান। আর রাইলি রুশো প্রথম ম্যাচে ২০ বলে ৩০ রান করলেও দ্বিতীয় ম্যাচে মেরেছেন গোল্ডেন ডাক। ফিনিশার হিসেবে ভালো খেলাও হচ্ছে না রোভমান পাওয়েলের। আর ডেভিড ওয়ার্নার রান পেলেও স্ট্রাইকরেট নিয়ে আছে প্রশ্ন। যদিও ওয়ার্নার দলটির অধিনায়ক। সেক্ষেত্রে আজ ওয়ার্নার কাউকে বসিয়ে মোস্তাফিজকে সুযোগ দেন কি না, তা বলে দেবে সময়। গুয়াহাটিতে বাংলাদেশ সময় বিকাল ৪টায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নামবে দিল্লি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত