ক্রীড়া ডেস্ক
এমনিতেই এবারের আইপিএলে হারতে হারতে দিন যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের। এখন পর্যন্ত নিজেদের পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি তারা। বাজে সময়ের মধ্যে এবার আরেক অদ্ভুত অভিজ্ঞতা হলো দিল্লির ক্রিকেটারদের। যাত্রাপথে ব্যাট-প্যাডসহ বেশ কিছু ক্রিকেটীয় সরঞ্জাম খুইয়েছেন দলটির ক্রিকেটাররা।
বেঙ্গালুরুতে গত শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৩ রানে হারে দিল্লি। পরদিন দিল্লিতে ফেরার পর ১৬টি ব্যাট, প্যাড, জুতা, থাই প্যাড ও গ্লাভস চুরি হয়ে যাওয়ার ব্যাপারে টের পান মোস্তাফিজুর রহমান-ডেভিড ওয়ার্নাররা।
হোটেল রুমে কিট ব্যাগ পাওয়ার পর সরঞ্জামাদি হারানোর কথা জানতে পারেন ক্রিকেটাররা। সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তাদের জানান তাঁরা। পরে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে চুরির অভিযোগ দায়ের করা হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাঁচটি চুরি হয়েছে ভারতীয় তরুণ ব্যাটার ইয়াশ ধুলের। ওয়ার্নার ও ফিল সল্টের তিনটি করে এবং মিচেল মার্শ দুটি ব্যাট হারিয়েছেন। বিদেশি ক্রিকেটারদের চুরি হওয়া যাওয়া ব্যাটগুলোর দাম একেকটি প্রায় এক লাখ রুপি।
দিল্লি ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, এর বাইরেও অন্য ক্রিকেটারদের জুতা, গ্লাভসসহ আরও বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়নি। এই পরিস্থিত মাঝেই গতকাল কোনো রকম অনুশীলন চালিয়ে নিয়েছেন দিল্লির ক্রিকেটাররা। কয়েকজন ক্রিকেটার তাঁদের এজেন্টকে সম্ভব হলে দ্রুত সময়ের মধ্যে কিছু ব্যাট পাঠাতে অনুরোধও করেছেন।
এমনিতেই এবারের আইপিএলে হারতে হারতে দিন যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের। এখন পর্যন্ত নিজেদের পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি তারা। বাজে সময়ের মধ্যে এবার আরেক অদ্ভুত অভিজ্ঞতা হলো দিল্লির ক্রিকেটারদের। যাত্রাপথে ব্যাট-প্যাডসহ বেশ কিছু ক্রিকেটীয় সরঞ্জাম খুইয়েছেন দলটির ক্রিকেটাররা।
বেঙ্গালুরুতে গত শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৩ রানে হারে দিল্লি। পরদিন দিল্লিতে ফেরার পর ১৬টি ব্যাট, প্যাড, জুতা, থাই প্যাড ও গ্লাভস চুরি হয়ে যাওয়ার ব্যাপারে টের পান মোস্তাফিজুর রহমান-ডেভিড ওয়ার্নাররা।
হোটেল রুমে কিট ব্যাগ পাওয়ার পর সরঞ্জামাদি হারানোর কথা জানতে পারেন ক্রিকেটাররা। সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তাদের জানান তাঁরা। পরে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে চুরির অভিযোগ দায়ের করা হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাঁচটি চুরি হয়েছে ভারতীয় তরুণ ব্যাটার ইয়াশ ধুলের। ওয়ার্নার ও ফিল সল্টের তিনটি করে এবং মিচেল মার্শ দুটি ব্যাট হারিয়েছেন। বিদেশি ক্রিকেটারদের চুরি হওয়া যাওয়া ব্যাটগুলোর দাম একেকটি প্রায় এক লাখ রুপি।
দিল্লি ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, এর বাইরেও অন্য ক্রিকেটারদের জুতা, গ্লাভসসহ আরও বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়নি। এই পরিস্থিত মাঝেই গতকাল কোনো রকম অনুশীলন চালিয়ে নিয়েছেন দিল্লির ক্রিকেটাররা। কয়েকজন ক্রিকেটার তাঁদের এজেন্টকে সম্ভব হলে দ্রুত সময়ের মধ্যে কিছু ব্যাট পাঠাতে অনুরোধও করেছেন।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ ভুল বলেননি, এই বিপিএলে অনেক ইতিবাচক দিক আছে। কিন্তু পারিশ্রমিক আর ফিক্সিং বিতর্কে টুর্নামেন্টের ইতিবাচক দিকগুলো যেন পেছনেই পড়েছে। শেষ ভালো যার, সব ভালো তার—টুর্নামেন্ট শেষ অংশটা যদি সুন্দর, পরিচ্ছন্ন, পরিপাটি হয়, তাহলে হয়তো বিতর্কও পেছনে পড়বে। আর সেটি হতে চাই জমজমাট এক প্লে
২৫ মিনিট আগেআগের রাতে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেটাই ব্যবধান কমানোর সুযোগ এনে দেয় বার্সেলোনার জন্য। হান্সি ফ্লিকের দল অবশ্য সেটা হাতছাড়া করেনি। লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে আজ ১-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন রবার্ট লেভানডফস্কি।
১২ ঘণ্টা আগেবিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযো
১২ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পেয়েছিলেন শিভাম দুবে। তাঁর কনকাশন-সাব হিসেবে খেলানো হয় হারশিত রানাকে। পরে বিতর্কের বিষয় হয়ে ওঠে দুবের জায়গায় হারশিতকে খেলানো নিয়ে। বিতর্ক হওয়াটাও স্বাভাবিক—দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, বিপরীতে হারশিত পাকা পেসার।
১৩ ঘণ্টা আগে