Ajker Patrika

মোস্তাফিজদের দিল্লির ওপর মুম্বাইয়ের ‘ভূত’! 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১২: ২০
Thumbnail image

২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যেন দিল্লি ক্যাপিটালসের কাছে ‘অভিশপ্ত।’ জিততেই পারছে না দিল্লি। দিল্লির এই ঘটনার সঙ্গে যেন মুম্বাই ইন্ডিয়ান্সের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। 
 
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৫০ রানে হেরে এবারের আইপিএল শুরু করে দিল্লি। অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে হতশ্রী বোলিং তো দিল্লির ছিলই, একই সঙ্গে লক্ষ্ণৌর মার্ক উডের বিধ্বংসী বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে দিল্লির ব্যাটিং লাইনআপ। ১৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন উড। বাজপেয়ি স্টেডিয়ামের পর এরপরের ভেন্যু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম আর প্রতিপক্ষ এবার গুজরাট টাইটান্স। ৬ উইকেটে হারে ডেভিড ওয়ার্নারের দল। লক্ষ্ণৌ, গুজরাটের পর রাজস্থান রয়্যালসের বিপক্ষেও ব্যাটিং-বোলিংয়ের ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত রাখে দিল্লি। গুয়াহাটিতে ৫৭ রানে জেতে রাজস্থান। নিজেদের চতুর্থ ম্যাচে এসে জয়ের আশা জেগেছিল দিল্লির। তবে অরুণ জেটলি স্টেডিয়ামে শেষ বলের রোমাঞ্চে ৬ উইকেটে হেরে যায় দিল্লি। আর গতকাল চিন্নস্বামী স্টেডিয়ামে ২৩ রানে হেরে যান ওয়ার্নাররা। 

টানা ৫ ম্যাচ হেরে ২০২৩ আইপিএল শুরু করা দিল্লির সঙ্গে মুম্বাইয়ের যেন বড় মিল। ২০২২ আইপিএলে টানা ৮ ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করে মুম্বাই, যা আইপিএলের ইতিহাসে টানা ম্যাচ হেরে কোনো মৌসুম শুরু করায় সর্বোচ্চ। এবারের মতো বিব্রতকর রেকর্ডে এর আগেও পড়েছিল দিল্লি। ২০১৩ আইপিএলে টানা ৬ ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছিল দিল্লি। সেবার নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। 

টানা ম্যাচ হেরে আইপিএল মৌসুম শুরু যাদের: 
৮ ম্যাচ-মুম্বাই ইন্ডিয়ান্স (২০২২) 
৬ ম্যাচ-দিল্লি ডেয়ারডেভিলস (২০১৩) 
৬ ম্যাচ-র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২০১৯) 
৫ ম্যাচ-ডেকান চার্জার্স (২০১২) 
৫ ম্যাচ-মুম্বাই ইন্ডিয়ান্স (২০১৪) 
৫ ম্যাচ-দিল্লি ক্যাপিটালস (২০২৩)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত