Ajker Patrika

মোস্তাফিজদের দিল্লির এই করুণ দশা কেন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১২: ৫৩
Thumbnail image

২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয় শব্দটি এখনো দিল্লি ক্যাপিটালসের ‘ডিকশনারিতে’ খুঁজে পাওয়া যায়নি। পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটি আজ নামবে টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে। 

এবারের আইপিএলে চার ম্যাচের চারটিতেই হেরে টুর্নামেন্ট শুরু করে দিল্লি। ব্যাটিংটা ‘মন্দের ভালো’ হলেও বোলিংটা ঠিকঠাক হচ্ছে না দিল্লির। অধিনায়ক ডেভিড ওয়ার্নার রান সংগ্রাহকের তালিকায় সেরা দুইয়ে থাকলেও তার ব্যাটিং নিয়ে হচ্ছে সমালোচনা। ৪ ম্যাচে ১১৪.৬৮ স্ট্রাইকরেটে করেছেন ২০৯ রান। বিদেশি ব্যাটারদের মধ্যে রাইলি রুশো, রোভমান পাওয়েলরা ছন্দে নেই কেউই। এক ম্যাচ সুযোগ পেয়েও নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৩৮ রান দিয়ে বাংলাদেশের এই পেসার নিয়েছেন ১ উইকেট। পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ দুই ম্যাচ খেলেও ব্যর্থ। ডাক মেরে টুর্নামেন্ট শুরু করা মার্শ করেছেন ৪ রান। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার পেয়েছেন ১ উইকেট। খরুচে বোলিং করেছেন এনরিখ নরকিয়া। 

বিদেশি ক্রিকেটাররা তো বটেই, ভারতীয় ক্রিকেটাররাও পারছেন না প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে। ওপেনার পৃথ্বী শ ৪ ম্যাচ খেলে করেছেন ৩৪ রান, যার মধ্যে এক ম্যাচে ডাক মেরেছেন তিনি। ডাক মারা ব্যাটারদের তালিকায় আছেন মনিশ পান্ডে। হার্ড হিটার হিসেবে পরিচিতি পাওয়া সরফরাজের ব্যাটিংও টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। ২ ম্যাচে ৭৯.০৪ স্ট্রাইকরেটে করেছেন ৩৪ রান। বোলারদের মধ্যে খলিল আহমেদ, চেতন সাকারিয়া কেউই নেই ফর্মে। চেতন সাকারিয়া এক ম্যাচে ৫৩ রান খরচ করে বাদ পড়েছেন একাদশ থেকে। বলার মতো ইনিংস বলতে অক্ষর প্যাটেলের সেই ঝোড়ো ইনিংস। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৫ বলে ৫৪ রান করেছেন ভারতীয় এই অলরাউন্ডার। এমনকি মুম্বাইয়ের বিপক্ষে শেষ বল পর্যন্ত লড়েও জয় পাওয়া হয়নি দিল্লির। ডেথ ওভারে বাজে বোলিং, রান-আউট, ক্যাচ মিসের খেসারত দিয়ে হারতে হয়েছে ওয়ার্নারের দলকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত