ঘুমন্ত নাতিকে পানিতে ফেলে হত্যার অভিযোগ
কুষ্টিয়ার মিরপুরে ঘুমন্ত শিশু নাতিকে পানিতে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে নানির বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিয়ারচর মালিথাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নানি রহিমা খাতুনকে আটক করেছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, আটক নানি মানসিক ভারসাম্যহীন।