Ajker Patrika

জীবনকে চাঁদা না দিয়ে কাজ করা যেত না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও মিরপুর প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৮: ৪০
জীবনকে চাঁদা না দিয়ে কাজ করা যেত না

মোহাম্মদপুর কিংবা আদাবর এলাকায় নতুন কোনো ভবনের কাজ শুরু করতে হলে মনোয়ার হাসান জীবন ওরফে লেদু হাসানকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হতো। না দিলে তাঁর ক্যাডার বাহিনীর মাধ্যমে কাজ বন্ধ করে দিতেন। অস্ত্রধারী ও প্রভাবশালী হওয়ায় এলাকাবাসীও থাকতেন তটস্থ। অভিযোগ করলে ভয়ভীতি দেখানোসহ মারধর করতেন বলে অভিযোগও আছে তাঁর নামে। তাঁর নামে আছে হত্যাসহ ২৮ মামলা। সেই হাসানকে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় দারুস সালাম এলাকা থেকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

গতকাল শনিবার র‍্যাব-৪-এর মিডিয়া অফিসার এএসপি মাযহারুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। মাযহারুল ইসলাম জানান, আসামি মনোয়ার হাসান জীবন ওরফে লেদু হাসান লক্ষ্মীপুর জেলার হারিছ চৌধুরী নামে এক কৃষকের ছেলে। ১৯৯০ সালে তিনি বাবার সঙ্গে ঢাকায় আসেন। এর কিছুদিন পরে অপরাধে জড়িয়ে পড়েন।

২০১০ সালে মোহাম্মদপুরে বহুল আলোচিত ওহিউদুজ্জামান হত্যা মামলার আসামি। সেই মামলায় গ্রেপ্তার হয়ে ২০১২ সাল পর্যন্ত হাজতে ছিলেন। জামিনে বেরিয়ে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নানা ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত হন। মাদক পাচারও করতেন তিনি।

লেদু হাসান ২০১৭ সালে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এস আর পলাশকে হত্যা করেন। আদাবর থানায় তাঁর বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা চলমান রয়েছে। একটি অস্ত্র মামলায় তাঁর ১০ বছরের সাজা হয়েছে। তিনি মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি গাড়িতে আগুন দিয়ে দুই নারীকে পুড়িয়ে হত্যা করেছেন বলে আরও একটি মামলা রয়েছে। মামলাটি এখনো তদন্ত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর থানাসহ বিভিন্ন থানায় খুন, বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত লেদু হাসানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত